বাংলা মাধ্যমিক সমাস সাজেশন Wbbse ( Somas, shamas Suggestion)
১. গৌরাঙ্গ = গৌর অঙ্গ যাহার [ সাধারণ বহুব্রীহি সমাস] । ২. রত্নাকর = রত্নের মধ্যে আকর [ সম্বন্ধ তৎপুরুষ] = রতনের আকর যিনি [ বহুব্রীহি সমাস] ৩. জলতরঙ্গ = জলের তরঙ্গ [ সম্বন্ধ তৎপুরুষ ] ৪. ইন্দ্রজিৎ = ইন্দ্রকে জয় করেছেন যিনি [ উপপদ তৎপুরুষ ৫. চরণকমল = চরণ কমলের ন্যায় [ উপমিত কর্মধারয় সমাস ] ৬. বীণাপাণি = বীণা পানিতে যার [ ব্যাধিকরণ বহুব্রীহি সমাস] ৭. মাথাব্যথা = মাথায় ব্যথা [অধিকরণ তৎপুরুষ সমাস ] ৮. দশানন = দশা আনন যার [সংখ্যাবাচক বহুব্রীহি সমাস ] ৯. ত্রিফলা = ত্ৰি ফলের সমাহার / তিন ফলের সমাহার [ সমাহার দ্বিগু সমাস ] ১০. যুগান্তর = অন্য যুগ [ নিত্য সমাস] ১১. তেপান্তর = তে /তিন প্রান্তের সমাহার [ সমাহার দ্বিগু ] ১২. গরমিল = মিলের অভাব [ অভাব অর্থে অব্যয়ীভাব] ১৩. জ্ঞানচক্ষু = জ্ঞান রূপ চক্ষু [ রূপক কর্মধারয় সমাস] ১৪. নাগেরবাজার = নাগের বাজার [ সম্বন্ধ তৎপুরুষ সমাস ] ১৫. অনুগমন = গমনের পশ্চাৎ = [পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাস ] ১৬.হাতেখড়ি = হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = [ মধ্যপদলােপী বহুব্রীহি সমাস ] ১৭.কাজলকালাে, কাজলের ন্যায় কালাে [ উপমান কর্মধারয় ] ১৮. পঞ্চানন পঞ্চ আনন যা