বাংলা মাধ্যমিক সমাস সাজেশন Wbbse ( Somas, shamas Suggestion)

 


১. গৌরাঙ্গ = গৌর অঙ্গ যাহার [ সাধারণ বহুব্রীহি সমাস] ।

২. রত্নাকর = রত্নের মধ্যে আকর [ সম্বন্ধ তৎপুরুষ] = রতনের আকর যিনি [ বহুব্রীহি সমাস]

৩. জলতরঙ্গ = জলের তরঙ্গ [ সম্বন্ধ তৎপুরুষ ]

৪. ইন্দ্রজিৎ = ইন্দ্রকে জয় করেছেন যিনি [ উপপদ তৎপুরুষ

৫. চরণকমল = চরণ কমলের ন্যায় [ উপমিত কর্মধারয় সমাস ]

৬. বীণাপাণি = বীণা পানিতে যার [ ব্যাধিকরণ বহুব্রীহি সমাস]

৭. মাথাব্যথা = মাথায় ব্যথা [অধিকরণ তৎপুরুষ সমাস ]

৮. দশানন = দশা আনন যার [সংখ্যাবাচক বহুব্রীহি সমাস ]

৯. ত্রিফলা = ত্ৰি ফলের সমাহার / তিন ফলের সমাহার

[ সমাহার দ্বিগু সমাস ]

১০. যুগান্তর = অন্য যুগ [ নিত্য সমাস]

১১. তেপান্তর = তে /তিন প্রান্তের সমাহার [ সমাহার দ্বিগু ]

১২. গরমিল = মিলের অভাব [ অভাব অর্থে অব্যয়ীভাব] 

১৩. জ্ঞানচক্ষু = জ্ঞান রূপ চক্ষু [ রূপক কর্মধারয় সমাস]

১৪. নাগেরবাজার = নাগের বাজার [ সম্বন্ধ তৎপুরুষ সমাস ]

১৫. অনুগমন = গমনের পশ্চাৎ = [পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাস ]

১৬.হাতেখড়ি = হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে =

[ মধ্যপদলােপী বহুব্রীহি সমাস ]

১৭.কাজলকালাে, কাজলের ন্যায় কালাে [ উপমান কর্মধারয় ]

 ১৮. পঞ্চানন পঞ্চ আনন যার [ সংখ্যাবাচক বহুব্রীহি ]

১৯. তােমরা = তুমি ও সে [ একশেষ দ্বন্দ্ব সমাস]

২০. জ্ঞানলােপ = জ্ঞানের লােক সম্বন্ধ [তৎপুরুষ সমাস

২১. সপ্তাহ = সপ্ত অহ এর সমাহার [ সমাহার দ্বিগু সমাস]

২২. বিধুমুখী = বিধুর ন্যায় মুখ যার [ মধ্যপদলােপী বহুব্রীহি সমাস ]

২৩. ছায়াবৃতা = ছায়া দ্বারা আবৃতা = [করন তৎপুরুষ সমাস ]

২৪. বাষ্পাকুল = বাষ্প দ্বারা আকুল [করন তৎপুরুষ সমাস]

২৫. গায়েহলুদ = গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে [ অলুকঅলােপ বহুব্রীহি সমাস ] 

** বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও।

বসে আঁকা হয় যে প্রতিযােগিতায় = বসে আঁকো প্রতিযোগিতা।


যে কমিটির সবুজ বাঁচায় = সবুজ বাঁচাও কমিটি।


टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

Madhyamik Geography Map pointing

Madhyamik English to Bengali Suggestion ( বঙ্গানুবাদ)

মাধ্যমিক বাংলা সাজেশন/ Madhyamik Bengali Suggestions ( WBBSE) (ABTA Solved Papers)