মাধ্যমিক বাংলা সাজেশন/ Madhyamik Bengali Suggestions ( WBBSE) (ABTA Solved Papers)

 ১ নম্বর প্রশ্নের উত্তর( ABTA)

বিষয়- দশম শ্রেণি বাংলা (কবিতা/পদ্য)

..........................................................................................

Madhyamik Geography Suggestion 2023 👉 Click here

মাধ্যমিক বাংলা বঙ্গানুবাদ সাজেশন 2023 Click Here


১.শান্ত হলুদ দেবতারা কত বছর ধরে ডুবেছিল?  

হাজার বছর ধরে।

Madhyamik geography suggestion 2023 👉Click Here

২.'আমাদের ঘর গেছে উড়ে"-কেনো উড়ে গেছে? 

চরম প্রতিকূল পরিস্থিতিতে বোমারু বিমানের হানায় আমাদের ঘর উড়ে গেছে। 

 

৩.জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া- মহাবাহুর বিস্ময়ের কারণ কি? 

রামচন্দ্র কে বধ করার পরেও কে বীরবাহু কে হত্যা করলো তা ভেবেই মহাবাহু ইন্দ্রজিৎ বিস্মিত হয়েছিল।

৪. "ওই স্তব্ধ চরাচর" চরাচর স্তব্ধ কেন? 

প্রলয় দেবের প্রবল অট্ট হাসিতে সন্ত্রস্ত চরাচর স্তব্ধ হয়ে আছে।

History Suggestion👇

https://edutalk2020.blogspot.com/2021/03/madhyamik-history-suggestions.html


৫."এল মানুষ ধরার দল তারা" কি করেছিল? 

নিজেদের বর্বর লোভকে নগ্ন করে আফ্রিকার ওপর পাশবিক অত্যাচার চালিয়েছিল। 


৬."সেই মিষ্টি বাড়ি" বাড়িটির পরিচয় দাও। 

কথকের স্মৃতিবিজড়িত মিষ্টি বাড়ির বারান্দায় ছিল ঝুলন্ত বিছানা, ছিল একটি চিমনি, ঘরে সংরক্ষিত ছিল প্রাচীন জলতরঙ্গ এবং গোলাপি গাছ। 

৭."এসো যুগান্তরের কবি যুগান্তের কবি"- কবির  ভূমিকা কি হবে? 

মানহারা মানবী আফ্রিকার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নত মস্তকে ক্ষমা প্রার্থনা করবেন। 



৮. "ছড়ানো রয়েছে কাছে দূরে"- কি ছড়ানো রয়েছে?

কবিতায় কাছে দূরে শিশুদের শব ছড়িয়ে থাকার কথা বলা হয়েছে। 


৯.প্রভাতে যুঝিও বৎস কেন "-এমন নির্দেশ কেন?

সূর্যাস্ত হল যুদ্ধ বিরতির সময় তাই লঙ্কেশ্বর রাবণ এ নির্দেশ দিয়েছেন। 

১০. "রণীয়ে ওঠে"- কোথায় কি রণীয়ে ওঠে?

বজ্রের প্রচণ্ডতা এবং ঝড় তুফানের বীভৎসতার এর মধ্যে হ্রস্বের  কাঁদন রনিয়ে ওঠে। 


১১. পৃথিবী হয়তো গেছে মরে" এ কথা কেন মনে হয়েছে?

বিপন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ মৃতপ্রায় ।যদিও এর মধ্যে আশ্চর্যজনক ভাবে বেঁচে আছে গুটিকয়েক মানুষ। এই মৃত্যু-মিছিল দেখেই হয়তো তাদেরই মনে হয়েছে পৃথিবী হয়তো মরে গেছে। 


১২."বছরগুলো নেমে এলো মাথার তার ওপর"- বছরগুলো কেমন ছিল? 

পরপর পাথরের মতো ভারী ছিল ।

১৩. সিন্ধুপারের সিংহদার বলতে কী বোঝানো হয়েছে? 

সমুদ্র পাড়ে আন্দামানের সেলুলার জেলের প্রবেশদ্বার কে বোঝানো হয়েছে। 


১৪. "ছিনিয়ে নিয়ে গেলো তোমাকে"- কে কাকে ছিনিয়ে নিয়ে গেলো?

রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেলো। 

১৫. "কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি"- কেন সবকিছু কেঁপে উঠেছিল? 

ইন্দ্রজিতের ধনুকের প্রবল টঙ্কারে কাঁপছিল।


১৬. "সে জানতো না"- সে কি জানত না?

কথক এর জন্য অপেক্ষারত মেয়েটি জানতো না যে কত আর কখনো ফিরে আসবে না ।


১৭. "আমরাও তবে এইভাবে"- কবি কি সন্দেহ করেছেন?

এখানে কবি আসন্ন মৃত্যু কে সন্দেহ করেছেন। 

১৮. সভ্যতার শেষ পুণ্য বাণীটি কি? 

ক্ষমা করো। 

১৯ "আসছে এবার অনাগত"- অনাগত কিভাবে আসছে? 

প্রলয়ের নেশায় উন্মত্ত হয়ে নৃত্যরত অবস্থায় অনাগত আসছে। 

২০. অসুখী একজন কবিতায় কারা খুন হয়েছিল?

শিশু আর বাড়িরা রাখুন হয়েছিল। 


২১. তোরা সব জয়ধ্বনী কর কথাটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে। 

উনিশ বার ব্যবহৃত হয়েছে। 


২২. "কনক আসন ত্যজী" -কে ত্যাগ করেছিল। 

ইন্দ্রজিৎ ত্যাগ করেছিল। 

২৩. "হায় ছায়াবৃতা "- কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে?

নিবিড় অরণ্য ঢাকা আফ্রিকার জঙ্গলে সূর্যরশ্মি প্রবেশ না করতে পারায় তাকে ছায়াবৃতা বলা হয়েছে।

২৪. ঐ নূতনের কেতন ওড়ে কেতন কথার অর্থ কি? 

 পতাকা 

২৫. "চির চিহ্ন দিয়ে গেল" চির চিহ্ন বলতে কী বোঝানো হয়েছে?

আফ্রিকার উপর সাম্রাজ্যবাদীদের দ্বারা অত্যাচারের ফলে সৃষ্ট ক্ষতচিহ্ন।

২৬. আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা আমরা কারা? 

বিপন্নতার মাঝে আশ্চর্যজনক  ভাবে বেঁচে থাকা গুটিকয়েক মানুষ। 

২৭. "আগে পুজো ইষ্ট দেবে"- কেন ইষ্ট দেব কে পুজো করতে বলা হয়েছে ?

রামের সঙ্গে যুদ্ধে জয় লাভ করতে চাইলে। মেঘনাদের উচিত সবার আগে ইষ্ট দেবের পুজো করে তারা আশির্বাদ গ্রহণ করা। তাই রাবণ আগেই ইষ্ট দেবের পুজো করতে বলেছেন। 


২৮.তারা আর স্বপ্ন দেখতে পারলো না কেন? 

ধ্যানমগ্ন দেবতারা মন্দির থেকে উল্টে পড়ে টুকরো টুকরো হয়ে যাওয়ার জন্য। আর স্বপ্ন দেখতে পারলো না। 


২৯.দিগম্বরের জটায় কি হাসে? 

 শিশু চাঁদের কর হাসে। 


৩০."সেই মেয়েটি আমার অপেক্ষায়" মেয়েটি কিসের প্রতীক?

ভালোবাসার প্রতীক ।

৩১." আমাদের পথ নেই আর" তাই কবি কি করতে বলেছেন। 

হাতে হাত রেখে বেঁধে বেঁধে বা সংঘবদ্ধ হয়ে থাকতে বলেছেন। 

৩২."হা ধিক মরে"- বক্তা কেন নিজেকে ধিক্কার করেন।

দেশের খারাপ সময়ে দেশে না থেকে নারীদের মাঝে সময় অতিবাহিত করার জন্য নিজেকে ধিক্কার জানিয়েছেন।

৩৩. নিজের প্রতি অসন্তোষে কে কি করেছিল? 

স্রষ্ঠা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিল। 


৩৪. হায় পুত্র কি আর কহিব পুত্রকে বক্তা কি বলেছিলেন? 

বীরবাহুর মৃত্যু সংবাদ এবং রাবণের যুদ্ধ প্রস্তুতির কথা। 

৩৫. বধূরা প্রদীপ তুলে ধর বধূদের কেন প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। 

প্রলয়কে বা প্রলয়দেব কে বরণ করে নেওয়ার জন্য।

 ৩৬. "তোমার চেতনাতীত মনে তো" চেতনাতীত মন বলতে কী বোঝানো হয়েছে?

চেতনাতীত কথার আক্ষরিক অর্থ হলো অনুভূতির অতীত। কবিতায় চেতনাতীত বলতে আফ্রিকার চেতনাবোধ। জাগ্রত হওয়ার আগের অবস্থা কে বোঝানো হয়েছে। 

৩৭. "আমাদের পথ নেই আর কেন" এমন কথা বলা হয়েছে। 

চতুর্দিকে মৃত্যুর আয়োজন দেখে এমন কথা বলা হয়েছে। 

৩৮. সভ্যের বর্বর লোভ কিভাবে প্রকাশ পেয়েছে ?

নিজেদের নির্লজ্জ অমানুষতাকে নগ্ন করার মাধ্যমে। 


৩৯. বজ্রশিখার মশাল বলতে কী বোঝানো হয়েছে ?

নতুন দিনের বার্তাবাহী অফুরন্ত অগ্নি তেজকে বোঝানো হয়েছে। 

৪০. লঙ্কাপতি মহাশোকের কারণ কি? 

ছেলে বীরবাহুর মৃত্যু সংবাদ 


৪১. আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কি আশঙ্কা করেছেন? 

মৃত্যুর আশঙ্কা করেছেন। 


৪২. তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিসের মতো এসেছিল। 

রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত। 

৪৩. প্রিয়নুজ কে? 

কবিতায় প্রিয়নুজ বলতে বীরবাহু কে বোঝানো হয়েছে। 

৪৪. নতুনের কেতন বলতে কী বোঝানো হয়েছে। 

নতুনদিনের বার্তাবাহী পতাকা কে বোঝানো হয়েছে। 


৪৫." সেই মেয়েটির মৃত্যু হল না"- কোন মেয়েটির মৃত্যু হল না। 

কথক এর জন্য অপেক্ষারতা মেয়েটির মৃত্যু হল না। 


৪৬. "আমাদের ইতিহাস নেই"- আমাদের ইতিহাস নেই কেন? 

সাধারণ মানুষের কথা ইতিহাসের পাতায় থাকেনা। ইতিহাসের পাতায় সাধারণ মানুষ অবহেলিত থাকে, তাই এখানে আমাদের ইতিহাস নেই কোন উক্তিটি করা হয়েছে। 

৪৭. সমুদ্র পাড়ে সেই মুহূর্তে কি ঘটেছিল? 

সুন্দরের আরাধনা ঘটেছিল ,শিশুরা নিশ্চিন্ত মনে মায়ের কোলে খেলছিল আর মন্দিরে পূজোর ঘন্টা বাজছিলো। 


৪৮. অসুখী একজন কবিতায় যুদ্ধের পর বাড়ির অবস্থা কি হয়েছিল? 

সবকিছু আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। 


৪৯." আমাদের চোখ মুখ ঢাকা" কারন কি? 

সাধারণ মানুষ প্রতিবাদ বিমুখ তাই একথা বলা হয়েছে 

৫০"বিদ্রুপ করে ছিল ভীষণ"- কে কিভাবে ?

বিরূপের ছদ্মবেশে। 


৫১. ভাসে  শিলা জলে এমন মন্তব্যের কারন কি? 

শিলা যেমন কখনো জলে ভাসে না। কেমনি মৃত মানুষ বেঁচে ওঠে না এটা বোঝাতেই উপস্থিতি করা হয়েছে। 

৫৩. ডুবেছিল ধ্যানে কারা ধ্যানে ডুবেছিল?

মন্দিরের শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল। 


৫৪.এবার মহানিশা শেষে কে কিভাবে আসবে? 

উষা অরুন হেসে করুন দেশে আসবে। 


৫৫. "নাদিলা করব দল"- কেন? 

যুবরাজ ইন্দ্রজিৎ কে দেখে মহা গর্বে তারা চিৎকার করেছিল। 


৫৬. বিধুমুখী কে? 

বিধুমুখী হলেন ইন্দ্রজিতের স্ত্রীর প্রমিলা। 


৫৭. "সেখানে নিভৃত অবকাশে তুমি"- কোন খানে। 

সেখানে নিভৃত অবকাশে বলতে বনস্পতির নিবিড় পাহারায় বলা হয়েছে।


৫৮. "প্রণাম ধাত্রীরত্রি চরণে"- এর তাৎপর্য লেখ। 

মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন। 


৫৯. চির সুন্দর বলতে কাকে বোঝানো হয়েছে। 

প্রলয় দেব কে


৬০."আমি তাকে ছেড়ে দিলাম"- কে কাকে ছেড়ে দিল?

কথক তার প্রিয় মানুষটিকে ছেড়ে দিয়েছিল। 


৬১. আলোকে কৃপণ কেন বলা হয়েছে?

আফ্রিকার জঙ্গল নিশ্ছিদ্র অন্ধকার হওয়ার কারণে সেখানে আলোকে কৃপণ বলা হয়েছে। 


৬২. মাভৈঃ কথাটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে?

কবিতাটিতে ভয় না পেয়ে এগিয়ে চলার মন্ত্র হিসেবে মাভৈঃ কথাটিকে ব্যবহৃত করা হয়েছে। 


THANK YOU PLEASE SUBSCRIBE 🙏

टिप्पणियाँ

एक टिप्पणी भेजें

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

Madhyamik Geography Map pointing

Madhyamik English to Bengali Suggestion ( বঙ্গানুবাদ)