Burdwan University History Suggestions (General/Pass2021)
-:suggestion 2021:-
subject:- history (B.A general/pass )
প্রশ্ন মান- 5 (যেকোনো 4 টি প্রশ্নের উত্তর করতে হয় ।)
*(VVI)
1. প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান রূপে লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো।
2.মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? এই সভ্যতার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
https://edutalk2020.blogspot.com/2021/03/burdwan-university-history-suggestions_11.html
2 MARKS QUESTIONS👆 SUGGESTION 👆
3.* হরপ্পা সভ্যতার অবক্ষয়ের পরিবেশগত কারণগুলি বিশ্লেষণ করো।
4. ঋক বৈদিক যুগের মানুষের ধর্মীয় জীবনযাত্রাসংক্ষেপে আলোচনা করো ।
5.ঋক বৈদিক যুগের ভারতের সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো।
6. মগধ সাম্রাজ্যের প্রসারে চন্দ্রগুপ্ত মৌর্যের অবদান আলোচনা করো।
7. *গৌতমীপুত্র সাতকর্ণী কিভাবে সাতবাহন বংশের হৃতগৌরব পুনরুদ্ধার করেছিলেন ?
8. কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো।
9. মৌর্য শিল্পকলা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
SUBSCRIBE FOR MORE SUGGESTIONS
10. *নব্য প্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য গুলি লেখ।
11. * টীকা লেখ :- (ক) ষোড়শ মহাজনপদ ,, (খ) গান্ধার শিল্প।
প্রশ্ন মান- 10 (যেকোনো ২ টি প্রশ্নের উত্তর করতে হয় )
1. প্রাচীন ভারতের (১৫০০ অব্দ থেকে ৩০০ খ্রিষ্টাব্দ) ইতিহাস রচনায় সাহিত্যের গুরুত্ব বিশ্লেষণ করো।
2. হরপ্পা সভ্যতার নাগরিক বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো।
3. *খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের কারণ ব্যাখ্যা করো।
4.*বৌদ্ধ ধর্মের মূলনীতি গুলো বিবৃত করো।
5.মৌর্য সাম্রাজ্য পতনের কারণগুলি বর্ণনা করো।
6. বৈদিক - আর্যদের সামাজিক-অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও।
7.* অশোকের "ধম্মর" প্রকৃতি নিরূপণ করো।
'ধম্ম' প্রচারের জন্য তিনি কি কি প্রচেষ্টা নিয়েছিলেন?
8. গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন?
टिप्पणियाँ
एक टिप्पणी भेजें