Top 10 current affairs Of March 2021

 March Current Affairs 2021:-

ভারতীয় গ্রীন বিল্ডিং কাউন্সিলের (IGBC) রেটিং অনুসারে মহারাষ্ট্রের প্রথম কোন রেলস্টস্টেশন Gold certification অর্জন করলাে?


Ans-:ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস


সম্প্রতি কোন রাজ্যের বেসরকারী হাসপাতালে কোভিড -১৯ টিকা দেওয়ার ব্যয় সেই রাজ্য বহন করার সিদ্ধান্ত নিয়েছে?

Ans:- বিহার


গুজরাতের আলাং-এ বিশ্বের বৃহত্তম জাহাজ ভাঙার কারখানায় যুক্তরাজ্যের নিম্নলিখিত কোন ক্রুজ জাহাজটি ভাঙা হয়েছে?

Ans:- মার্কো পােলো ও ম্যাগেলান দুটিকেই।


৭৮ তম গােল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিচের কোনটি সেরা মােশন পিকচার (Drama) সম্মান জিতেছে?

Ans:- Nomadland


২০২১ সালের মার্চ মাসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গৃহ লােনের সুদের হার কত শতাংশে কমিয়েছে?

Ans:- 6.7


করােনভাইরাস বিরুদ্ধে দেশব্যাপী টিকা দেওয়ার দ্বিতীয় ধাপে প্রথম টিকা কে নিয়েছেন?

Ans:- নরেন্দ্র মােদী




কোন রাজ্যে, ভূপেশ বাঘেল ২০২১ সালের মার্চ মাসে পরবর্তী অর্থবছরের বাজেট উপস্থাপন করলেন?

Ans:- ছত্তিশগড়। 


বিশ্ব বন্যজীবন দিবস (World Wildlife Day ) কোন দিনটিতে পালন করা হয়?

Ans-: 3 মার্চ


২০২১ সালের ফেব্রুয়ারিতে, মহারাষ্ট্রের বনমন্ত্রী তার পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে জমা দিয়েছেন। মহারাষ্ট্রের বনমন্ত্রী কে? 

Ans:- সঞ্জয় রাঠোর"

Advantage India: The Story of Indian Tennis" বইটি কে লিখেছেন?

Ans:- অনিন্দ্য দত্ত

टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

Madhyamik Geography Map pointing

Madhyamik English to Bengali Suggestion ( বঙ্গানুবাদ)

মাধ্যমিক বাংলা সাজেশন/ Madhyamik Bengali Suggestions ( WBBSE) (ABTA Solved Papers)