West Bengal School Reopening 2022- নবান্নে এল বিশেষ প্রস্তাব ! রাজ্যে ফের স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত।

স্কুল খুলছে খুব তাড়াতাড়ি হ্যাঁ বন্ধুরা শিক্ষা দপ্তর আন্তর্জাতিক মহল এবং একাংশ শিক্ষকমন্ডলীর স্কুল খোলার মত নিয়ে স্কুল খুলতে নবান্নে প্রস্তাব দাখিল করেছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর। 



সূত্র মারফত জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই স্কুল খোলার তোড়জোড় করা হবে।  


যদিও কেবল ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত ক্লাস করানো হবে।  



মহারাষ্ট্র যেখানে আমাদের দেশে সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্ত হয়েছে সেখানকার রাজ্য সরকার স্কুল খোলার প্রস্তাব দিয়েছে খুব তাড়াতাড়ি সেই সাপেক্ষে আমাদের রাজ্য ভালো পরিস্থিতিতে রয়েছে তাই শিক্ষাদপ্তর চাইছে এবং আমাদের সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এবং আন্তর্জাতিক মহলও চাইছে স্কুলগুলো খোলা থাকুক। 


তোমাদের কি মতামত স্কুলগুলো এখন খোলা উচিত নাকি অনলাইনে ক্লাস ক্লাস করাই ভালো আমাকে কমেন্টে জানাও। ☺


टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

Madhyamik Geography Map pointing

Madhyamik English to Bengali Suggestion ( বঙ্গানুবাদ)

মাধ্যমিক বাংলা সাজেশন/ Madhyamik Bengali Suggestions ( WBBSE) (ABTA Solved Papers)