মাধ্যমিক ভূগোল সাজেসন | geography notes class 10 | প্রাকৃতিক ভূগোল

 দশম শ্রেণি ভূগোল ( প্রথম অধ্যায়) 

Madhyamik Geography Suggetion 2023

*বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ -: 

1. বহির্জাত প্রক্রিয়া কি? 

Ans:- যে প্রক্রিয়ায় পৃথিবীপৃষ্ঠের নানা অজৈব ও জৈব শক্তির সাহায্যে যান্ত্রিক বা রাসায়নিক পদ্ধতিতে পৃথিবীর পৃষ্ঠদেশের অথবা ভূপৃষ্ঠের সামান্য নিচের ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটে থাকে বহির্জাত প্রক্রিয়া বলে

বৈশিষ্ট্য:- 

1.এটি একটি ধীর প্রক্রিয়া

2. জৈব শক্তি পর্যায়ন প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটায়

3. মূলত সৌরশক্তি এবং মাধ্যাকর্ষণ শক্তি বহির্জাত প্রক্রিয়া  উৎস এবং আবহমণ্ডল জৈব প্রক্রিয়া গুলির  শক্তির উৎস। 


নদী অববাহিকা কী ? 

Ans:- কোন প্রধান নদী ও তার উপনদী মিলিত হয়ে যে জায়গাটুকু অধিকার করে থাকে অর্থাৎ যতটুকু অঞ্চলের নদী তার বিভিন্ন কাজ করে তাকে নদী অববাহিকা বলে


জলবিভাজিকা কি? 

Ans:- যে উচ্চভূমি দুই বা তার বেশি নদী গোষ্ঠী কে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে । যেমন হিমালয় পশ্চিমঘাট পর্বত, প্রভৃতি পর্বত ভারতের গুরুত্বপূর্ণ জলবিভাজিকা গুলির মধ্যে পড়ে। 


জলচক্র কি? 

Ans:- জলীয়বাষ্প ডুবে জল ভাব থেকে বায়ুমন্ডলে বৃষ্টি রূপে বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে এবং জলপ্রবাহ রূপে ভূপৃষ্ঠ থেকে সমুদ্রের জলের স্থান পরিবর্তন কাকে বলে জল চক্র । 


** নদীর অবঘর্ষ ক্ষয় বলতে কী বোঝো? 

Ans:- নদীবাহিত নুরি প্রস্তরখন্ড প্রভৃতি নদীর তলদেশ ও পারত দেশে আঘাত করে উপত্যকাকে করে মসৃণ করে এবং এর গভীরতা বাড়ায় একে অবঘর্ষ ক্ষয় বলা হয়। 


** নদীর ঘর্ষণ ক্ষয় বলতে কী বোঝো? 

Ans:- নদীবাহিত বিভিন্ন আকারের প্রস্তরখণ পরস্পরের সংঘর্ষে ভেঙে গিয়ে অবশেষে নুরি বালি ও কাদা কণায় পরিণত হয় একে ঘর্ষণ ক্ষয় বলা হয়। 


** লম্ফদান প্রক্রিয়া কাকে বলে ? 

অপেক্ষাকৃত বড় প্রস্তরখন্ড গুলি নদীর তলদেশে ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে চলে এই প্রক্রিয়ার নাম প্রদান প্রক্রিয়া। 

** ষষ্ঠ ঘাতের সূত্র কি? 

Ans:- নদীর বহন ক্ষমতা নির্ভর করে নদীর গতিবেগ জলের পরিমাণ এবং পদার্থের পরিমাণের উপর যদি নদীর গতিবেগ কোন কারণে দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে সেই নদীর বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায় একেই ষষ্ঠ ঘাতের সূত্র বলে। 


Most Important geography question answer-: 

1. পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার কে করেন ? 
Ans:- G. K  গিলবার্ট। 
2. ভূমিরূপ বিদ্যার জনক কে? 
Ans:- জেমস হার্টন। 

3. নগ্নীভবন কি ? 

Ans:- যে প্রক্রিয়ায় আবহবিকার ও ক্ষয়ীভবন পুঞ্জিত ক্ষয় সম্মিলিতভাবে ভূপৃষ্ঠের শিলাস্তর চূর্ণ-বিচূর্ণ করে শিলা চুর্নের পরিণত করে তাকে বলে নগ্নীভবন। 

4. নদী কোন তল বরাবর ক্ষয় করে? 

Ans:- নিম্ন তল বরাবর ক্ষয় করে সবচেয়ে বেশি। 

5. পর্যায়ন কি? 

Ans:- পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন চেম্বারলিন ও সালিশ বাড়ি তাদের মতে বহির্জাত প্রক্রিয়া সমূহের অক্ষয় সঞ্চয় কার্যের দ্বারা ভূমির উপরিভাগের অনিয়মিত রেখাকে একটি সাধারণ তলে নিয়ে আসার প্রক্রিয়া কে পর্যায়ন। 


6. ক্ষয়ীভবন কি? 

Ans:- আবহবিকার এর মাধ্যমে উৎপন্ন ও মূল শিলার নিকটে থাকা শিলা শিলা যে প্রক্রিয়ায় নদী বায়ু হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা অন্য স্থানে পরিবাহিত হয় বা চলে যায় তাকে কি বলা হয়। 


7. আবহবিকার যাত শিলা চূর্ণ কে কি বলা হয়? 
Ans:- রেগোলিথ। 
8. কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়? 
 Ans:- অবরোহন প্রক্রিয়ায়। 
9. বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি? 
Ans:- সূর্য । 
10. পৃথিবীতে মিষ্টিজলরূপে সঞ্চিত জলরাশির পরিমাণ কত?
উত্তর : পৃথিবীর মিষ্টি জলরাশি রূপে সঞ্চিত জলরাশির পরিমাণ মোট উপস্থিত জলরাশির ২.৫%। 
11. ভূমিরূপ গঠনকারী বহির্জাত শক্তি কোনগুলি? 
 Ans:- নদী বায়ু, হিমবাহ, সমুদ্র
12. ভূপৃষ্ঠে প্রবহমান জলরাশির পরিমাণ কত
শতাংশ ?
উত্তর : পৃথিবীতে পৃষ্ঠজলের শতকরা পরিমাণ মিষ্টি
জলের মাত্র ১.৩%।

13.প্লাঞ্জপুল কী?

উত্তর : জলপ্রপাতের সাথে পড়া প্রস্তরখণ্ডের আঘাতে নদী পর্বত পাদদেশের নরম ভূভাগে যে ছোটো বড়ো গর্ত সৃষ্টি হয়, তাকে পাঞ্জপুল বলে। 

14. মন্থকূপ কী?

উত্তর : ঢালের পার্থক্যে তীব্র জলস্রোতে বুদ্বুদ সৃষ্টি হলে নদীগর্ভে তার আঘাতে হাঁড়ির মতো গর্ত সৃষ্টি হয়, তাকে বলে মন্থকূপ।


15. নদীবাঁক কী?


উত্তর : মধ্য ও নিম্নগতিতে নদীর গতিবেগ কমে আসায় নদী পথের বাধা এড়িয়ে আঁকাবাঁকা পথে অগ্রসর হয়, একে নদীবাঁক বলে।


16.  বদ্বীপ (Delta) কী?


উত্তর : নদীর নিম্নপ্রবাহে কম ঢালের কারণে জলের গতিবেগ কমে যায়; নদীবাহিত পদার্থ মোহানায় জমে মাত্রাহীন (∆) বা গ্রিক ডেল্টার-এর মতো ভূমিরূপ তৈরি হয়, এটিই বদ্বীপ।


17. হুঁকাকৃতি বদ্বীপ (Arcuate Delta) কী ?

উত্তর : যেসব বদ্বীপ সমুদ্রের দিকে হুঁকো বা ধনুকের মতো বাঁক নেয় তাকে হুঁকাকৃতি বদ্বীপ বলে।

 18.পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখা
যায়?
উত্তর : মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের পাতার
মতো।

 19.নদীতে  জলের উৎস কী?
উত্তর : নদীতে জলের উৎস হিমবাহের বরফগলা জল ও বৃষ্টির জল। 

 20.নদীতে জলের বহমানতা বজায় থাকে
কীভাবে?
উত্তর: জলচক্রের মাধ্যমে নদীর জলের বহমানতা
বজায় থাকে।

21.নদী উপত্যকা কী?
উত্তর : উৎস থেকে মোহানা পর্যন্ত নদী যে সুনির্দিষ্ট খাতের মধ্য দিয়ে বয়ে চলে, তাকে নদীর উপত্যকা বলে।


22.গঙ্গা কেন আদর্শ নদী ?

উত্তর : গঙ্গা নদীতে উচ্চ বা পার্বত্য, মধ্য বা সমভূমি, নিম্ন বা বদ্বীপ প্রবাহ সুস্পষ্ট, তাই একে আদর্শ নদী
বলে।

  মাধ্যমিক ভূগোল সাজেসন☝


madhyamik geography mcq suggestions 2023  Coming Soon. 


टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

Madhyamik Geography Map pointing

মাধ্যমিক বাংলা সাজেশন/ Madhyamik Bengali Suggestions ( WBBSE) (ABTA Solved Papers)

Madhyamik English to Bengali Suggestion ( বঙ্গানুবাদ)