Bengali suggestion,madyamik Bengali suggestion 2023


মাধ্যমিক বাংলা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।(পর্ব -১) MCQ Type-2023
 



 জ্ঞানচক্ষু:-

১.জ্ঞানচক্ষু গল্পের উৎস গ্রন্থের নাম কি? 
উ: কুমকুম গল্প সংকলন। 

২. দেদার ঘটা পটা  করে করে এখানে দেদার শব্দের অর্থ কি? 
উ: প্রচুর বা বিস্তর। 

৩. এদেশের কিছু হবে না  কথাটির বক্তা কে? 
উ: নতুন মেসোমশাই বা লেখক মেসোমশাই। 

 ৪. তপন মামার বাড়িতে এসেছে কেন?
উ: ছোট মাসির বিয়ে উপলক্ষ্যে

৫. তপনের নতুন মেসোমশাই পেশাগতভাবে ছিলেন ? 

উ: কলেজের প্রফেসর বা অধ্যাপক। 

৬. তপন গল্প লিখে প্রথমে কাকে জানিয়েছিল? 
উ: ছোট মাসিকে। 

৭. "মেসোর উপযুক্ত কাজ হবে সেটা" কোনটা  মেসোর উপযুক্ত কাজ হবে?
উ: তপনের গল্প ছাপিয়ে দেওয়া। 
৮. তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন 
উ: সন্ধ্যাতারা
*তপনের গল্প কোন পত্রিকায় ছাপা হয়েছিল? 
উ: সন্ধ্যাতারা
* তপনের মেসোমশাই কোন প্রত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন?
উ: সন্ধ্যাতারা
১০. তপনের লেখা গল্পের বিষয়বস্তু কী ছিল?
উ: ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ও অনুভূতি 


১১. "বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি" সেটি হল? 

তপনের হোমটাস্কের খাতা
১২. তপন তার প্রথম গল্পটি  কোথায় বসে লিখেছিল ? মামার বাড়িতে তিনতলার সিঁড়িতে বসে 
১৩. তপনের থেকে ছোট মাসি কত বছরের? 
উ:  বছর আষ্টেকের বড়। 
১৪. বিয়ের পরে "মুরুব্বী মুরুব্বি" হয়ে গেছে কে? 
উ: ছোট মাসি
১৫. তপনের চিরকালের বন্ধু কে? 
উ: ছোট মাসি
১৬. বাড়িতে তপনের নাম হয়ে গিয়েছিল ?
উ: কবি সাহিত্যিক কথাশিল্পী। 
১৭. "যেন নেশায় পেয়েছে তপ তপনকে কীসের নেশায় পেয়েছিল 
উ: গল্প লেখার । 
১৮. সূচিপত্রে তপনের পুরো নাম হিসেবে লেখা ছিল?
উ: শ্রী তপন কুমার রায়। 
১৯. তপনের লেখা গল্পের নাম কী ছিল? 
 উ: প্রথম দিন
২০. "আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম"
বক্তা কে? 
উ: মেজকাকু। 
২১. তপনদের বাড়িতে গিয়ে মাসি কী খেয়েছিল? 
উ: চা আর ডিমভাজা
২২. তপনদের বাড়িতে গিয়ে মেসোমশাই কী খেয়েছিলেন? 
উ: শুধু কফি
২৩. "বাবা তোর পেটে পেটে এত" বক্তা কে? 
উ: তপনের মা
২৪. "তোরে দেখি পায়াভারি হয়ে গেল" - 'পায়াভারী' কথাটির অর্থ কী?
উ: অহংকারী হয়ে যাওয়া
২৫. নিজের লেখা গল্পটি পত্রিকার পাতা থেকে কে শোনাতে বলেছিলেন? 
উ: তপনের মা
২৬. "তপন গভীরভাবে সংকল্প করে" কী সংকল্প করছিল তপন? 
উ: নিজের লেখা গিয়ে লেখা জমা দেবে। 



टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

Madhyamik Geography Map pointing

মাধ্যমিক বাংলা সাজেশন/ Madhyamik Bengali Suggestions ( WBBSE) (ABTA Solved Papers)

Madhyamik English to Bengali Suggestion ( বঙ্গানুবাদ)