madhyamik geography question 2022 || madhyamik geography suggestion2023
মাধ্যমিক ভূগোল সাজেশন 2023
প্রশ্নমান -৫ নম্বর
**প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তার ফলে সৃষ্ট ভূমিরূপ:-
১)নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ লেখ? * * *
২)হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ লেখ? ***
৩)সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখ?*
৪)হিমবাহের ও জলাধারের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ লেখ?*
৫)বালিয়াড়ি কাকে বলে বিভিন্ন প্রকার বালিয়াড়ি শ্রেণীবিভাগ করে আলোচনা করো।
**বায়ুমণ্ডল পাঁচ মার্কের প্রশ্ন:-
১)উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো (চিত্রসহ)। ***
২)বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ লেখ ৷
৩) বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব লেখ ৷
৪) বায়ুচাপের তারতম্যের কারণ লেখ।*
৫) বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে চিত্র সহ লেখ ৷ *** (শৈলোৎক্ষেপ বৃষ্টি |পরিচলন বৃষ্টি | ঘূর্ণবাত বৃষ্টি)
2.ওজোন গ্যাস কি? ওজোন গ্যাস কিভাবে উৎপত্তি হয় ও কিভাবে ধ্বংস হয় এর গুরুত্ব লেখ?**
**বারিমন্ডল :-
১)সমুদ্রস্রোত সৃষ্টির পাঁচটি কারণ লেখ? * * *
২)বিশ্বব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব লেখ?*
৩) জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখ (চিত্র সহ)**
** প্রাকৃতিক ভূগোল
১)প্রস্থ অনুযায়ী হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো? * ২)উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখ?* * *
৩)ভৌমজলের অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাব লেখ?*
৪)ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থান এবং বৈশিষ্ট্য লেখ?**
৫)ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখ?
[ প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল থেকে মোট চারটি প্রশ্ন আসবে এবং যেকোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে]
**ভারতের অর্থনৈতিক পরিবেশ *
১)ভারতে কৃষির বৈশিষ্ট্য লেখ? ৩/৫**
২)পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখ? **
৩)পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখ।**
৪)ভারতের জনসংখ্যা বন্টন এর তারতম্যের কারণ লেখ?***
৫) ইক্ষু,কার্পাস,গম,চা অনুকূল ভৌগলিক পরিবেশ ***
टिप्पणियाँ
एक टिप्पणी भेजें