madhyamik geography question 2022 || madhyamik geography suggestion2023

 


মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 

"আগামী ২৫শে ফেব্রুয়ারী ২০২৩ তোমাদের মাধ্যমিক ভূগোলের ফাইনাল পরীক্ষা তাই তার আগে যে পাঁচ নম্বরের বড় কোশ্চেন গুলো এক্সামে আসার সম্ভাবনা খুবই বেশি। সেই প্রশ্নগুলো নিচে আলোচনা করা হয়েছে এবং এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে করতে পারো তাহলে অবশ্যই পরীক্ষায় কুড়ি নম্বর কমন আসবেই এবং তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে।। "

মুখস্ত করার টিপস:-
বড় কোশ্চেন গুলো অনেক সবার মুখস্ত হতে চায় না তারা বারবার লিখে লিখে  প্র্যাকটিস করো যাতে পরীক্ষার সময় করতে সুবিধা হয়। যতবার লিখবে তত মনে করতে সুবিধা হবে। তত ভাল মুখস্ত হবে এবং পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারবে।


প্রশ্নমান -৫ নম্বর

**প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তার ফলে সৃষ্ট ভূমিরূপ:-

১)নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ লেখ? * * * 

২)হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ লেখ? ***

৩)সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখ?*

৪)হিমবাহের ও জলাধারের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ লেখ?*

৫)বালিয়াড়ি কাকে বলে বিভিন্ন প্রকার বালিয়াড়ি শ্রেণীবিভাগ করে আলোচনা করো।

**বায়ুমণ্ডল পাঁচ মার্কের প্রশ্ন:-

১)উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো (চিত্রসহ)। ***

২)বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ লেখ ৷

 ৩) বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব লেখ ৷ 

৪) বায়ুচাপের তারতম্যের কারণ লেখ।*

 ৫) বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে চিত্র সহ লেখ ৷ *** (শৈলোৎক্ষেপ বৃষ্টি |পরিচলন বৃষ্টি | ঘূর্ণবাত বৃষ্টি)

 2.ওজোন গ্যাস কি? ওজোন গ্যাস কিভাবে উৎপত্তি হয় ও কিভাবে ধ্বংস হয় এর গুরুত্ব লেখ?**

**বারিমন্ডল :-

১)সমুদ্রস্রোত সৃষ্টির পাঁচটি কারণ লেখ? * * *

২)বিশ্বব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব লেখ?*

৩) জোয়ার ভাটা সৃষ্টির কারণ লেখ (চিত্র সহ)**


** প্রাকৃতিক ভূগোল

১)প্রস্থ অনুযায়ী হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো? * ২)উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখ?* * * 

৩)ভৌমজলের অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাব লেখ?*

৪)ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার অবস্থান এবং বৈশিষ্ট্য লেখ?** 

৫)ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখ?

[ প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল থেকে মোট চারটি প্রশ্ন আসবে এবং যেকোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে]

 **ভারতের অর্থনৈতিক পরিবেশ

 ১)ভারতে কৃষির বৈশিষ্ট্য লেখ? ৩/৫**

২)পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখ? **

৩)পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখ।** 

৪)ভারতের জনসংখ্যা বন্টন এর তারতম্যের কারণ লেখ?***

 ৫) ইক্ষু,কার্পাস,গম,চা অনুকূল ভৌগলিক পরিবেশ ***


टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

Madhyamik Geography Map pointing

মাধ্যমিক বাংলা সাজেশন/ Madhyamik Bengali Suggestions ( WBBSE) (ABTA Solved Papers)

Madhyamik English to Bengali Suggestion ( বঙ্গানুবাদ)