উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন 2022 mcq || উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন 2023
উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন part 1
তিনটে গল্প আছে, দুটো গল্প থেকে দুটো বড় প্রশ্ন দেবে একটা লিখতে হবে।
এবছরের জন্য কে বাঁচায় কে বাঁচে গল্পটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বিগত বছরে কে বাঁচায় কে বাঁচে গল্পটি সিলেবাস থেকে বাদ ছিল।
তাই যারা কিছুই পড়নি তারা কে বাঁচায় কে বাঁচে গল্পটি ভালোভাবে খুঁটিয়ে পড়ে যেতে পারলে নিশ্চয়ই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে।
*কে বাঁচায় কে বাঁচে*
1. মৃত্যুঞ্জয়ের চরিত্র।
অথবা
" দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগল মৃত্যুঞ্জয়"- মৃত্যুঞ্জয় কেমন হয়ে গিয়েছিল গল্প অবলম্বনে তার পরিচয় দাও।
অথবা
***" এ অপরাধের প্রায়শ্চিত্ত কি"- অপরাত্রি কি বক্তা কিভাবে তার প্রায়শ্চিত্ত করেছিলেন।
অথবা
"মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়"- মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা কেন শোচনীয়? শোচনীয় অবস্থার পরিচয় দাও।
অথবা
" নিখিল সোনে আর তার মুখ কালি হয়ে যায়"- নিখিল কার কাছ থেকে কি শুনেছিল? কেন তার এমন হলো?
** মৃত্যুঞ্জয় এবং নিখিলের কথোপকথন এর বিবরণ দাও
*অথবা*
7.*** "ওটা পাশবিক স্বার্থপরতা"- কোনটা ?কেনতা পাশবিক?
*অথবা*
"নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না"- কে কেন কিভাবে দেশের লোককে বাঁচাতে চেয়েছিল?
*অথবা*
"ভুঁরিভোজন টা অন্যায়, না খেয়ে মরাটা উচিত নয়।"
*অথবা*
"দরদের চেয়ে কিছুই ছোঁয়াচে নেই এই জগতে"
*অথবা*
"তুই পাগল নিখিল বদ্ধ পাগল"
উপরিউক্ত লাইনগুলো তুলে দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তাই তোমরা নিখিল এবং মৃত্যুঞ্জয়ের কথোপকথন টা খুব ঘটিয়ে ভালোভাবে পড়ে নেবে।
অফিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় মৃত্যু দেখে প্রাথমিক প্রতিক্রিয়ার বিবরণ দাও।
*অথবা*
"ধিক -শতধিক আমাকে"- বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন?
*অথবা*
সেদিন অফিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো এই মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের প্রতিক্রিয়া কি হয়েছিল?
*অথবা*
"কয়েক মিনিটেই মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে পড়ে"- কেন এমন হয়েছিল?
দুটো পদ্য থেকে দুটো বড় প্রশ্ন দেবে একটা লিখতে হবে।
এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কবিতাগুলো হচ্ছে
"শিকার", "ক্রন্দনরতা জননীর পাশে", "মহুয়ার দেশ"
*"শিকার"*
1. হরিণটির শিকার হওয়ার প্রসঙ্গ আলোচনা কর।
*অথবা*
"এই ভোরের জন্য অপেক্ষা করছিল সে"- কে অপেক্ষা করছিল? তার পরিণতি কি হলো?
*অথবা*
"নদীর তীক্ষ্ণ শীতল ভেবে নামলো সে"- সে কে? সে নদীতে নামার পর কি ঘটেছিল?
*অথবা*
"হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম"- কে কিভাবে এই ঘুমের কোলে ঢলে পড়েছিল?
2. শিকার কবিতায় ভোরের বর্ণনা।
*অথবা*
ভোরের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা।
3. "আগুন জ্বললো আবার"- আবার কেন আগুন জ্বলেছিল, এবং প্রথমে কেন আগুন জ্বলেছিল এই উদ্ধৃতাংশের তাৎপর্য লেখ।
टिप्पणियाँ
एक टिप्पणी भेजें