madhyamik bangla byakaran pdf ||madhyamik suggestion 2022|| last minute suggestion

 ২০২২ ২৩ এর মাধ্যমিক পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণের সাজেশন নিম্নরূপে দেওয়া হল এখানে সমাজ এবং কারক ও অকারকের সাজেশন গুলো নিম্নরূপে দেয়া হয়েছে এগুলো বেশিরভাগ টেস্ট পেপার থেকে তৈরি করা সাজেশন তাই এগুলোর আসার চান্স খুবই বেশি তাই এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিশ করে যাও তোমরা, আমি আশাবাদী এগুলো থেকেই প্রশ্ন আসবে।




" মাধ্যমিক সমাসের সাজেশন ২০২২-২৩"

১. খড়্গপানি = খড়্গ পানিতে যার - বহুব্রীহি / ব্যাধিকরণ বহুব্রীহি সমাস ।

২. ক্ষুদ্র শাখা = প্ৰশাখা - অব্যয়ীভাব সমাস (ক্ষুদ্র অর্থে)।

৩. ময়ূরপালক = ময়ূরের পালক - সম্বন্ধ তৎপুরুষ।

৪. পরমাত্মা = পরম যে আত্মা - কর্মধারায় সমাস / সাধারণ কর্মধারয় সমাস ।

৫. মৃগচার্ম = মৃগের চর্ম - সম্বন্ধ তৎপুরুষ সমাস। 

৬. বেশভূষা = বেশ ও ভূষা - দ্বন্দ্বসমাস। 

৭. ইন্দ্ৰজিৎ = ইন্দ্রকে জয় করেছেন যিনি - উপপদ তৎপুরুষসমাস।

৮. পা থেকে মাথা পর্যন্ত = আপাদমস্তক - তৎপুরুষ সমাস /ব্যাপ্তি তৎপুরুষ।

৯. শঙ্কার সহিত বর্তমান = সশঙ্ক - বহুব্রীহি সমাস / সহাৰ্থক বহুব্রীহি।

১১. নিমরাজি = নিম (অর্ধ) ভাবে রাজি - তৎপুরুষ সমাস /ক্রিয়া বিশেষণ তৎপুরুষ

১২. ফুলকপি = কপি ফুলের মতো - উপমিত কর্মধারায় ও সমাস।

১৩. শোকানল = শোক রূপ অনল - রূপক কর্মধারায় সমাস। 

১৪. নীল কন্ঠ যার/যাহার = নীলকন্ঠ -সমাধীকরণ বহুব্রীহি /বহুব্রীহি সমাস ।

১৫. নিমাইকাকা = যিনি নিমাই তিনিই কাকা - সাধারণ কর্মধারয় সমাস।

১৬. ভবনদী = ভব রূপ নদী - রূপক কর্মধরায় সমাস। 

১৭. সনির্বন্ধ = নির্বন্ধের সহি বর্তমান - বহুব্রীহি সমাস / সহাৰ্থক বহুব্রীহি ।

১৮. আধময়লা = আধ (অর্ধ) ভাবে ময়লা -

ক্রিয়াবিশেষণতৎপুরুষ।

১৯. গৌর অঙ্গ যাহার/যার = গৌরাঙ্গ - সমাধীকরণ বহুব্রীহি /বহুব্রীহি সমাস ।

২০. বহুরূপী = বহুরূপ ধারণ করে যে - উপপদ তৎপুরুষ সমাস

২১. কাশিমবাজার = কাশিম নামক বাজার -

মধ্যপদলোপী কর্মধারায় সমাস ।

২২. শিষ্টাচার = শিষ্ট যে আচার সাধারণ কর্মধারয়সমাস।

২৩. চক্রপানি = চক্র পানিতে যার -- বহুব্রীহি / ব্যাধিকরণ বহুব্রীহিসমাস ।

২৪.প্রত্যঙ্গ= ক্ষুদ্র অঙ্গ (অব্যয়ীভাব সমাস)। 

২৫. সাবধান = অবধানের সহিত বর্তমান। (সহাৰ্থক বহুব্রীহি )

২৬. জয়ধ্বনি= জয়ের নিমিত্তে ধ্বনি= নিমিত্ত তৎপুরুষ সমাস । অথবা, জয়ধ্বনি - জয় সূচক ধ্বনি (মধ্য পদ লোপী কর্মধারায়সমাস)

২৭. জ্ঞান চক্ষু - জ্ঞান রূপ চক্ষু (রূপক কর্মধারায় সমাস)

২৮. পঞ্চ কন্যা - পাঁচটি কন্যার সমাবেশ (দ্বিগু সমাস)

২৯. সিংহদ্বার - সিংহ চিহ্নিত দ্বার (মধ্যপদলোপী কর্মধারায় সমাস)

৩০. ময়ূর পালকের ন্যায় ময়ূর পালক (উপমিত কর্মধারায়সমাস) । 

৩১. গঙ্গোদক গঙ্গার উদক (সম্বন্ধ তৎপুরুষ সমাস)। 

৩২. আমরা আমি, তুমি ও সে (একশেষ দ্বন্দ্ব সমাস)। 

৩৩. বিনাপানি বিনা পানিতে যার (বহুব্রীহি সমাস)

••"কারক এবং অকারক এর সাজেশন "



১. কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।


• সম্বন্ধ পদ, এর বিভক্তি।

২. আমাদের বাঁয়ে গিরিখাদ


- কর্মকারক,শূন্য বিভক্ত।

৩. মন্দিরে বাজেছিল পুজোর ঘন্টা।


- অধিকরণ কারক, এ বিভক্তি।

৪. পাঁচদিন নদীকে দেখা হয় নাই।


- কর্মকারক। কে বিভক্তি।

৫. তারপর যুদ্ধ এলো।


• কর্মকারক, শূন্য বিভক্তি।

৬. অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে।


- কর্মকারক, শূন্য বিভক্তি।

৭. আগে পুজো ইষ্টদেবে


• কর্মকারক, এ বিভক্তি।

৮. আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি


• সম্বোধন পদ৷

৯. বজ্রশিখার মশাল জ্বেলে।


- কর্মকারক, শূন্য বিভক্তি।

১০. এ কলমে লেখা যায় না।


• করন কারক, এ বিভক্তি।

১১. গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা।


- কর্মকারক,শূন্য বিভক্তি।

১২. আপনার কাছে আমার প্রাণের অনুরোধ।


সম্বন্ধ পদ ।

১৩. তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে।


- অধিকরণ কারক। এ বিভক্তি।



১৪. হিমালয়ের গুহাতে থাকেন।


- অধিকরণ কারক। তে বিভক্তি।

১৫. কহ দাশে লঙ্কার কুশল


• কর্মকারক,শূন্য বিভক্তি।

১৬. খাগের কলম দেখা যায় সরস্বতী পুজার সময়।


- কর্মকারক, শূন্য বিভক্তি।

১৭. বিপদে মোরে রক্ষা করো ।


- অপাদান কারকে,এ বিভক্তি।

১৮. কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত।


- করন কারক। তে বিভক্তি।

১৯. দেবতারে যাহা দিতে পারি তাই দিই প্রিয়জনে।


• কর্মকারক, এ বিভক্তি।

২০. আনন্দে করিব পান সুধা নিরবধি।


- করনকারক, এ বিভক্তি।

২১. নৌকাটা মাঝ গঙ্গায় ভাসছে।


• কর্ম কারক, শূন্য বিভক্তি। (টা-নির্দেশক)

২২. সমুদ্রতে গর্জন করছে।


- অধিকরণ কারক, তে বিভক্তি।

২৩. নদী থেকে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতে ছিল।


- কর্মকারক, শূন্য বিভক্তি ।

২৪. যখন পড়বে না মোর পায়েরচিহ্ন এই বাটে।


- অধিকরণ কারক,এ বিভক্তি। -

("বাট" এর অর্থ রাস্তা) 

২৫. বুদ্ধিতে কার্য সমাধান হয়। . করণ কারক,তে বিভক্তি

২৬. জিজ্ঞাসা মহাবাহু বিস্ময় মানিয়া।


- কতৃকারক, শূন্য বিভক্তি।



২৭. নাহি তথা দুঃখ ক্লেশ।


- কর্মকারক,শূন্য বিভক্তি।

২৮. ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।


কতৃকারক, শূন্য বিভক্তি।

২৯. মহামারীতে গাঁ উজাড় হয়ে গেল।


- করনকারক, তে বিভক্তি।

৩০. এসো যুগান্তের কবি ।


• সম্বন্ধ পদ।

৩১. বনে ফুল পাওয়া যায় ।


- অধিকরণ কারক, এ বিভক্তি।

৩২. পথে কুড়িয়ে পেলাম


- আধিকারণ কারক, এ বিভক্তি।


৩৩. তার আভাস পাইতাম কিন্তু নাগাল পাইতাম না।


- কর্মকারক, শূন্য বিভক্তি।


टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

Madhyamik Geography Map pointing

Madhyamik English to Bengali Suggestion ( বঙ্গানুবাদ)

মাধ্যমিক বাংলা সাজেশন/ Madhyamik Bengali Suggestions ( WBBSE) (ABTA Solved Papers)