Madhyamik Geography Map pointing
Madhyamik Geography Map pointing
বিগত কয়েক বছরে মাধ্যমিক ভূগোলে যেসব ম্যাপ পয়েন্টিং গুলো এসেছে, সেইগুলো বাদ দিয়ে বিশেষ করে যেগুলো এ বছর আসতে চলেছে সেগুলোকে আমরা নিজে বিশ্লেষণ করেছি এই ম্যাপ পয়েন্টিং গুলো যদি তোমরা ভালোভাবে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে পারো একবার করে তাহলে নিশ্চয়ই তোমরা পরীক্ষায় ভূগোলের ম্যাপ পয়েন্টিং ৯৯% কমন পাবেই পাবে।
ভূগোলের ম্যাপ পয়েন্টিং ছাড়াও এর আগে আমরা ভূগোলের সাজেশনও প্রোভাইড করেছি তোমরা যদি দেখতে চাও নিচের লিংকে ক্লিক করো তাহলে তোমরা ভূগোলের সাজেশন টাও পেয়ে যাবে।
মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 CLICK HERE
১. পর্বত বা শৃঙ্গ
সাতপুরা পর্বত,/ পশ্চিমঘাট পর্বত,/ গারো পাহাড়, পীরপাঞ্জাল পর্বত,/ কারাকোরাম পর্বত /কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ, /K2. গডউইন অস্টিন ।
২. নদ-নদী বা হ্ৰদ
লুনি (ভারতের একমাত্র অন্তর্বাহি নদী), গঙ্গা নদী, গোদাবরী নদী, সুবর্ণরেখা নদী, ব্রহ্মপুত্র নদ, দামোদর নদ, চিল্কা হ্রদ উলার হ্রদ, সম্বর হ্রদ।
৩. জলবায়ু
ভারতের প্রথম মৌসুমি বৃষ্টিপাত অঞ্চল, ভারতের আদ্রতম অঞ্চল, ভারতের কালবৈশাখী অধ্যুষিত / লু অধ্যুষিত অঞ্চল, মৌসিনরাম, উত্তর-পূর্ব ভারতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল (শিলং)
৪. মৃত্তিকা
ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র, পশ্চিম ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, ভারতের শুষ্ক মৃত্তিকা অঞ্চল, পূর্ব ভারতের পলি মৃত্তিকা অঞ্চল, উত্তর-পূর্ব ভারতের পার্বত্য মৃত্তিকা অঞ্চল।
৫. অরণ্য
ভারতের মরু উদ্ভিদ অঞ্চল, পূর্ব ভারতের শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ অঞ্চল, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চল, ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র, দক্ষিণ ভারতের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল।
৬. কৃষি
পশ্চিম ভারতের কার্পাস/ইক্ষু উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, ভারতের কেন্দ্রীয় ধান/গম গবেষণাগার।
৭. শিল্প
পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, ভারতের ম্যানচেস্টার, ভারতের প্রাচীন লৌহ ইস্পাত কেন্দ্র, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, ভারতের সিলিকন ভ্যালি, উত্তর ভারতের ম্যানচেস্টার
৮. বন্দর/ জনসংখ্যা
ভারতের প্রবেশদ্বার, ভারতের করমুক্ত বন্দর, দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর, ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ রাজ্য, ভারতের জনবিরল রাজ্য, র, ভারতের ভারতের গভীরতম বন্দর, ভারতের একটি পরিপূরক বন্দর, ভারতের নবনির্মিত বন্দর, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল
৯. মহানগর
পূর্ব ভারতের বৃহত্তম মহানগর, ভারতের বৃহত্তম মহানগর, দক্ষিণ ভারত বা পূর্ব উপকূলের একটি মহানগর
১০. বিমানবন্দর
পূর্ব ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর (নেতাজি সুভাষচন্দ্ৰ পশ্চিমি মানবন্দর বসু ইন্টারন্যাশনাল), পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর (ছাত্রপতি শিবাজি ইন্টার্নেশনাল)
বিগত কয়েক বছর যা এসেছে -:
নীলগিরি (১৭), পর্বত শিবালিক পর্বত (১৮), বিন্ধ্য পর্বত (১৯,২২), আরাবল্লী পর্বত (২০)
তাপ্তি নদী (১২), কু নদী (১৮) কৃষ্ণা লোকটাক হ্রদ (১৯), মহানদী (১৯), নর্মদা নদী (২০), কাবেরী নদী (২২)
বছরে দুবার অঞ্চল (১৭), ভারতের শুষ্কতম অঞ্চল (১৮), একটি । অঞ্চল (১৯), উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র (২০), একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল (২২)
ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল (১৭), ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল (১৮), একটি মরু মৃত্তিকা অঞ্চল (১৯), পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল (২০), কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল (২২)
ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার এসেছে ভারতের কেন্দ্রীয় ভার (১৮,২০), একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল (১৯)
পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল (১৭), উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল (১৮), উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল (১৯), কফি উৎপাদক অঞ্চল (২০), উত্তর-পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল (২২)
ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র (১৭), দক্ষিণ ভারতের ম্যানচেস্টার (১৮), পূর্ব ভারতের একটি বাড়ি ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র (১৯), ভারতের রূঢ় অঞ্চল (২০), পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র (২২) ভারি ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র (২২)
ভারতের হাইটেক বন্দৱ ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল (১৭), পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর (১৮), বিশাখাপত্তনম (১৯), পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর (২০), পূর্ব উপকূলের কৃত্রিম পোতাশ্রয় যুক্ত বন্দর (২২)
পূর্ব ভারতের একটি মহানগর (১৭), ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্ৰ পশ্চিম উপকূলের একটি মহানগর (১৯), উত্তর ভারতের বৃহত্তম মহানগর (২০), নতুন দিল্লি (২২)
দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর (কেম্পেগৌদা) (১৭), ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর (ইন্দিরা গান্ধী) (১৮)
टिप्पणियाँ
एक टिप्पणी भेजें