madhyamik history suggestion 2023 || 100 short question & answers.
মাধ্যমিক ইতিহাস শর্ট কোয়েশ্চেন সাজেশন 2023
1. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর
চিঠিগুলির হিন্দি অনুবাদ করেন— মুন্সি প্রেম চাঁদ।
2.বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়— 1872 খ্রিষ্টাব্দ।
3. সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন- শ্রীরামকৃষ্ণ।
4.জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন- আলেকজান্ডার ডাফ।
5. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক
ছিলেন- গিরিশচন্দ্র ঘোষ।
6.1878-এর অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা
হয়- তিনটি স্তরে।
7.‘দামিন-ই-কোহ' কথার অর্থ— পাহাড়ের প্রান্তদেশ।
8.1857-র বিদ্রোহকে 'ভারতের প্রথম স্বাধীনতা
যুদ্ধ' বলেছেন- বিনায়ক দামোদর সাভারকার।
9.ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারতসভা প্রতিষ্ঠিত হয়- 1876 খ্রিস্টাব্দে।
10. ভারতের প্রথম ভাইসরয় ছিলেন- লর্ড
ক্যানিং।
11. এদেশে ছাপাখানায় 'হাফটোন ব্লক' প্ৰবৰ্তন
করেন- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
12. ‘জাতীয় শিক্ষা' কথাটি প্রথম ব্যবহার করেন - প্রসন্নকুমার ঠাকুর।
13. একা আন্দোলনের নেতা ছিলেন –বাদারি পালি
14. গণবাণী পত্রিকাটির সম্পাদক ছিলেন- মুজাফফর আহমেদ।
15. নরেন্দ্রনাথ ভট্টাচার্য 'মানবেন্দ্রনাথ' ছদ্মনাম গ্রহণ করেন—আমেরিকায়।
16. সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল- ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি।
17. মতুয়া ধর্মের প্রবর্তন করেন- হরিচাঁদ ঠাকুর।
18. ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় - মালাবারে।
19. ‘ভারতের লৌহমানব' বলা হয়- বল্লভভাই
প্যাটেলকে।
20. রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় - 1953 খ্রিস্টাব্দে।
21. ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোন্টি? - রাজতরঙ্গিণী।
22. সামরিক ইতিহাসচর্চা প্রথম শুরু হয় – ইংল্যান্ডে।
23. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য -স্যার
জেমস উইলিয়াম।
24. এশিয়ার প্রথম ডি লিট ছিলেন- বেণীমাধব বড়ুয়া।
25. কলকাতা মেডিকেল কলেজের বিল্ডিং তৈরির জন্য জমি দান করেন - মোতিলাল শীল।
26. ভিল বিদ্রোহের নেতা ছিলেন - শিউরাম
27. “জমি আল্লাহের দান"- বলেছিলেন - দুদু মিয়াঁ।
28. The Sepoy Mutiny and Revolt of 1857
গ্রন্থের লেখক হলেন- ড.রমেশচন্দ্র মজুমদার
29. তাঁতিয়া টোপির আসল নাম ছিল- রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি।
30. আনন্দমঠ উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত
হয়- 1882 খ্রিস্টাব্দে।
31. ‘বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ'-এর প্রথম অধ্যক্ষ ছিলেন - অরবিন্দ ঘোষ
32. ‘প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার' বলা হয়- গোলকচন্দ্রকে।
33. ভারতে প্রথম মে দিবস পালন করা হয় - 1923, 1 মে।
34. ফ্লাউড কমিশন কোন্ বিদ্রোহের সঙ্গে যুক্ত? তেভাগা।
35. কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল - মুম্বইতে।
36. ‘ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন- সরলাদেবী চৌধুরানি।
37. যে মামলায় অভিযুক্ত হয়ে ভগত সিং-এর ফাঁসি হয় - লাহোর ষড়যন্ত্র মামলা।
38. 'সত্যশোধক সমাজ' প্রতিষ্ঠা করেন- জ্যোতিবা ফুলে।
39. রাজ্য পুনর্গঠন কমিশন-এর সভাপতি ছিলেন- ফজল আলি।
40. কাশ্মীরের মহারাজা ছিলেন - হরি সিং।
41. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন- ইংরেজরা।
42. জীবনস্মৃতি প্রথম প্রকাশিত হয় - প্রবাসী পত্রিকায়।
43. সতীদাহ প্রথার অবসান ঘটে - 1829 খ্রিস্টাব্দে।
44. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ছিলেন - কেশবচন্দ্র সেন।
45. বাংলার নবজাগরণকে ‘তথাকথিত নবজাগরণ' বলেছেন- অশোক মিত্র।
46. ‘ফরাজি' কথার অর্থ হল - ইসলাম-নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য।
47. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন - কোল বিদ্রোহে।
48. ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল- ভারতসভা।
49. 'ভারতমাতা' চিত্রটির নামকরণ করেন - ভাগনী নিবেদিতা।
50. সিপাহি বিদ্রোহের সময় মোগল বাদশাহ
ছিলেন- দ্বিতীয় বাহাদুর শাহ।
51. অব্যক্ত রচনা করেন - জগদীশচন্দ্র বসু।
52. 'পতিদার যুবক মণ্ডল' গড়ে ওঠে - বারদৌলিতে।
53. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস-এর প্রথম সভাপতি ছিলেন- লালা লাজপত রাই।
54. র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি প্রতিষ্ঠিত
হয়- 1940 খ্রিস্টাব্দে।
55. বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন- বীণা দাস।
56. 'ঝাঁসির রানি' ব্রিগেড-এর নেতৃত্ব দেন- লক্ষ্মী স্বামীনাথন।
57. কলকাতায় অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন- শচীন্দ্রপ্রসাদ বসু।
58. স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হল - অন্ধ্রপ্রদেশ।
59. ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন –খুশবন্ত সিং।
60. ‘মোহিনীঅট্টম' নাচটি যে প্রদেশের - কেরলের।
61. ভারতের জাতীয় মহাফেজখানা অবস্থিত- দিল্লিতে।
62. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় - 1781 খ্রিস্টাব্দে।
63. ভারতে পাশ্চত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল- (ক) রাজা রামমোহন রায় (খ) কালীপ্রসন্ন সিংহ (গ) ডেভিড হেয়ার (ঘ) ড্রিংকওয়াটার বিটন।
64. সংগত সভা প্রতিষ্ঠা করেন— কেশবচন্দ্র সেন।
65. ভবানি পাঠক যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন - সন্ন্যাসী ও ফকির।
66. ‘ধরতি আবা' কথার অর্থ হল— পৃথিবীর পিতা।
67. 'Surrender Not' বলা হত- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।
68. ‘জাতীয়তাবাদের গীতা' বলা হয় – আনন্দমঠ-কে।
69. ‘খল ব্রাক্ষ্মণ' চিত্রটি অঙ্কন করেছেন— গগনেন্দ্রনাথ ঠাকুর।
70. ‘বাংলা মুদ্রণশিল্পের জনক' বলা হয়- চার্লস উইলকিনসকে।
71. সি.ভি রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার
পান- 1930 খ্রিস্টাব্দে।
72. বাংলায় ‘কৃষক প্রজা পার্টি' প্রতিষ্ঠা করেন— ফজলুল হক।
73. ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট
পত্রিকাটির নাম - দ্য সোশ্যালিস্ট।
74. ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন- সুভাষচন্দ্র বসু।
75. ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহিদ ছিলেন - প্রীতিলতা ওয়াদ্দেদার।
76. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক
ছিলেন-সতীশচন্দ্র সামন্ত।
77. 'সর্বভারতীয় নিপীড়িত শ্রেণির কংগ্রেস' তৈরি করেন - আম্বেদকর।
78. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন-্ চক্রবর্তী রাজাগোপালাচারী
79. সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় - 1975 খ্রিস্টাব্দে।
80. A History of Hindu Chemistry গ্রন্থটি রচনা
করেন- প্রফুল্লচন্দ্র রায়।
81. 'আধুনিক ইতিহাসের জননী' হল- নতুন সামাজিক ইতিহাস।
82. ‘সপ্তদশ আইন' দ্বারা যে কুপ্রথার অবসান
ঘটানো হয় - সতীদাহ প্রথা।
83. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য
ছিলেন- লর্ড ক্যানিং।
84. স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মমহাসভায়
যোগ দেন - 1893 খ্রিস্টাব্দে।
85. সাঁওতাল ভাষায় 'হুল' শব্দের অর্থ - বিদ্রোহ।
86. রানি শিরোমণি কোন্ বিদ্রোহের সঙ্গে যুক্ত
ছিলেন? - চুয়াড় বিদ্রোহ।
87. হিন্দুমেলার প্রথম সম্পাদক হন - গণেন্দ্রনাথ ঠাকুর।
88. আনন্দমঠ উপন্যাসটি উৎসর্গ করা হয়- দীনবন্ধু মিত্রকে।
89. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয়
বিদ্রোহ বলেন- ডিসরেলি।
90. ভারতচন্দ্রের অন্নদামঙ্গল বইটির প্রকাশক
হলেন- গঙ্গাকিশোর ভট্টাচার্য।
91. ‘জাতীয়বিজ্ঞানচর্চার জনক' বলা হয়- মহেন্দ্রলাল সরকারকে।
92. সর্বভারতীয় 'ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি'-র সম্পাদক ছিলেন- আর এস নিম্বকার।
93. একা আন্দোলন ঘটেছিল— অহিংস অসহযোগ আন্দোলনের।
94. তেলেঙ্গানা আন্দোলনের একজন অন্যতম
নেতার নাম- ইয়েলো রেড্ডি।
95. ‘ভারতের নাইটিঙ্গেল' নামে পরিচিত ছিলেন - সরোজিনী নাইডু।
96.'রাষ্ট্রীয় স্ত্রীসংঘ' প্রতিষ্ঠা করেন- সরোজিনী নাইডু।
97. গুলামগিরি গ্রন্থটি রচনা করেন— জ্যোতিবা ফুলে।
98. ভারতে সংবিধানে স্বীকৃত আঞ্চলিক ভাষার সংখ্যা- 22 টি।
99. পাথওয়ে টু পাকিস্তান গ্রন্থের লেখক হলেন- চৌধুরী খালিকুজ্জামান।
100. ভারতীয় সংবিধান কত সালে কার্যকর হয়?
26 নভেম্বর, 1950.
______________
madhyamik history short question and answer.
madhyamik history suggestion 2023.
टिप्पणियाँ
एक टिप्पणी भेजें