Madhyamik geography 2 number question Suggestion

 Madhyamik geography 2 number question Suggestion





মাধ্যমিকের ভূগোলে দু'নম্বরের মোট বারোটি প্রশ্ন দেওয়া থাকে এবং যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর করতে হয় এখানে ২০২৩ এবং আগামী বছর গুলিতে যেসব প্রশ্নগুলি আসার সম্ভাব্য প্রবল সেই প্রশ্নগুলিকে আলোচনা করা হলো। মাধ্যমিক সাজেশন এর থেকে পড়লেই মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩ এ কমন পেয়ে যাবে। 



অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

1. জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ কাকে বলা হয়? 
2. গ্রেট গ্রীন ওয়াল কি? 
3. ফিয়ার্ড কি? 
4. নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি? 
5. পর্যায়ন কাকে বলে? 
6. নুনাটকস্ কি? 
7. মরুকরণ কাকে বলে? 
8. ডেকান ট্রাপ কি? 
9. ক্ষয় এর শেষ সীমা বলতে কী বোঝো? 
10. ক্যাটারাক্ট কি উদাহরণ দাও? 
11. মগ্নচড়া কি? 
12. ইলসেনবার্জ কীভাবে সৃষ্টি হয়। 
13. হিমপ্রাচীর কাকে বলে? 
14. হিমরেখা কি? 
15. পার্বত্য গতি থেকে নদী মধ্য গতিতে প্রবেশের প্রথম পর্যায়ে কোন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয়? এটি কোথায় গঠিত হয়? 

16. তির্যক বালিয়াড়ি কাকে বলে? 
17. জলবিভাজিকা কাকে বলে? 
18. বিউফোর্ট স্কেল কী? 
19. রসেমতানে কী? 
20. লোয়েস সমভূমি কী? 
21.  কাকে কেন প্রাকৃতিক সৌরপর্দা  বলাহয়? 
22. প্রপাত কূপ কী? 
23. বায়ুর মাধ্যমে অবঘর্ষ প্রক্রিয়া ভূ- পৃষ্ঠের সামান্য উপরে অধিক কার্যকারি হয় কেন? 
24. পর্যায়ন  বলতে কী বোঝা? 
25. হিমবাহ উপত্যকা "U" আকৃতির হয় কেন? 
26. ধ্রিয়ান কী? 
27. নদী অববাহিকা কী? ভারতের সবচেয়ে বড় নদী অববাহিকার নাম কী? 
28. বার্গস্রুন্ড কি?
29. ধারণ অববাহিকা কাকে বলে?
30. ওয়াদি কাকে বলে?
31. পেডিমেন্ট ও বাজাদা কাকে বলে?
32. ব্রো আউট বা অপসারণ সৃষ্ট গর্ত কাকে বলে?
33. বার্খান কাকে বলে?
34. মরুভূমির সম্প্রসারণ রোদের দুটি উপায় লেখ?

टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

Madhyamik Geography Map pointing

Madhyamik English to Bengali Suggestion ( বঙ্গানুবাদ)

মাধ্যমিক বাংলা সাজেশন/ Madhyamik Bengali Suggestions ( WBBSE) (ABTA Solved Papers)