মাধ্যমিক ইতিহাসের সাজেশন || madhyamik history suggestion 2023 || history short question suggestion 1st Chapter ( ইতিহাসের ধারণা)

         প্রথম অধ্যায় : ইতিহাসের ধারণা







100 টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


প্রশ্নমান:- 1


1. ইতিহাসের জনক কাকে বলা হয়? 
গ্রীক ঐতিহাসিক হেরোডোটাস কে ইতিহাসের জনক বলা হয়

2. বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয়? 
বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় থুকিদিদিস কে। 

3. কোন কাব্যে মেয়েদের জলক্রিয়া ও উদ্যানচর্চার উল্লেখ আছে? 
পবন দূতকাব্যে

4. হিন্দু মেলা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 
১৮৬৭ খ্রিস্টাব্দে। 

5. বিশ শতকের দুজন উল্লেখযোগ্য মল্লযুদ্ধকারী  বাঙ্গালীদের নাম লেখ। 
যতীন্দ্র প্রসাদ গুহ এবং ফনিন্দ্র কৃষ্ণ গুহ

6. গোবর গুহ নামে কে পরিচিত ? 
যতীন্দ্র প্রসাদ গুহ। 

7. "History its perpose and method" গ্রন্থটি কে লিখেছেন? 

ঐতিহাসিক G.J.বেনার

8. বাঙ্গালীদের মধ্যে প্রথম কে ফুটবল খেলা চালু করেন? 

9. কোন দশকে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়? 
1960 এর দশক থেকে

10. "The Anal" পত্রিকা কত সালে কারা প্রকাশ করেন? 
1928 খ্রিস্টাব্দে মার্ক ব্লক এবং লুসিয়ান ফিভার ফ্রান্সে

১৯৮০ দশকে দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিম্নবর্গের প্রান্তিক মানুষদের নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয় তাকে বলা হয় নিম্নবর্গীয় ইতিহাস

12 পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলার নাম কি? 

13. কখন এবং কোথায় প্রথম  অলিম্পিক প্রতিযোগিতার সূচনা হয়? 
খ্রিস্টপূর্ব ৭৭৬ এর গ্রিসে.

14. 22 yards to freedom গ্রন্থের লেখক কে? 
বরিয়া মজুমদার

15. কোন খেলাকে ২২ গজের খেলা বলা হয়? 
 ক্রিকেট খেলাকে ২২ গজের খেলা বলা হয় এর জন্ম ইংল্যান্ডে.

16. হকির জাদুকর কাকে বলা হয়? 

17. ভারতের উড়ন্ত সিখ কাকে বলা হয়? 

18.  ভারতীয়রা কিসের গার্ডেনের ব্যবহার থেকে কাদের থেকে? 
ওলন্দাজদের থেকে। 

19. ভারতীয়রা আলু খাওয়া কাদের থেকে শিখেছিল? 
পর্তুগিজদের থেকে। 

20. কেকের দেশ কোন দেশকে বলা হয়? 
 স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়

21. বাংলার প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বইয়ের নাম কি?

22.  রসগোল্লার আবিষ্কার কে করেছিলেন? 
হারাধন ময়রা। 

23. স্পঞ্জ রসগোল্লার জনক কাকে বলা হয়? 
নবীনচন্দ্র সেন / দাস। 

24. ভারতীয় সংগীতের মূল উৎস কোথা থেকে? 

25. পৃথিবীতে প্রথম কোথায় নাট্যচর্চার উদ্ভব ঘটেছিল? 
গ্রীসে প্রথম নাট্যচর্চার উদ্ভব ঘটে। 

26. চলচ্চিত্রের জনক কাদেরকে বলা হয়? 
অগাস্ট লুমিয়ের এবং লুই লুমিয়ের কে। 

27. কে প্রথম চলচ্চিত্রের পরিকল্পনাকে বাস্তবায়িত করেছিলেন। 

28. বাংলা ভাষায় নির্মিত প্রথম স্বভাব চলচ্চিত্রের নাম কি? 
জামাই ষষ্ঠী ( ১৯৩১) । 

29. হিন্দি ভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? 
আলম আরা(১৯৩১) । 

30.  পথের পাঁচালী ছবিটি কার নির্দেশনায় কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।? 
সত্যজিৎ রায়েরনির্দেশনায় ১৯৫৫ খ্রিস্টাব্দে চলচ্চিত্রটি মুক্তি পায়। 

31. পৃথিবীর সর্বাপেক্ষা পুরনো চামড়ার সুতো কোথায় আবিষ্কৃত হয়েছে? 
৫০০০ খ্রিষ্টপূর্বাব্দে  আর্মেনিয়ার গুহা থেকে আবিষ্কৃত হয়েছে। 

32. বাঙালির নারীর শোভন পরিচ্ছেদের পরিকল্পনা করেন কে? 

33. ভারতে বাষ্প চালিত রেল ইঞ্জিন কত সালে কে প্রথম স্থাপিত করেন? 
1814 খ্রিস্টাব্দে জর্জ টিফেনসন বাষ্প চালিত রেল ইঞ্জিন আবিষ্কারের পর 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি পুনে থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম ট্রেন চলাচল শুরু করেন।

34. মোনালিসা নামক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিত্রটি কে এঁকেছিলেন? 

35. ভারতে কত সালে এবং কোথা থেকে চিত্রশিল্পের সূচনা হয়? 
ভারতে ১৮৫০ খ্রিস্টাব্দে  কলকাতার ঠাকুর বাড়ি থেকে চিত্রশিল্পের সূচনা হয়।

36.  আর্কিটেকচার শব্দটির উৎপত্তি কোথা থেকে? 
ল্যাটিন শব্দ আরকিটেকচূড়া এবং গ্রিক শব্দ আর্কিটেক্টর থেকে ইংরেজি শব্দ আর্কিটেকচার শব্দটির উৎপত্তি হয়েছে। 

37. ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থের নাম কি? 
রাজ তরঙ্গিনী। 

38.  রাজ তরঙ্গিনী গ্রন্থটি কে কত খ্রিস্টাব্দে লেখেন? 
এই গ্রন্থটি ১১৫০ খ্রিস্টাব্দে কলহন লিখেছিলেন যাতে প্রাচীন  কাশ্মীরের ইতিহাস লেখা হয়েছে। 

39. আধুনিক কালের শহর গুলি কে কি বলা হয়? 
মেট্রোপলিস। 

40. ভারতের সংস্কৃতি নগরী কাকে বলা হয়? 
কলকাতা নগরীকে ভারতের সংস্কৃতি নগরী বলা হয়। 

41. ভারতের কোন শহরকে ফুটবলের মক্কা এবং স্বপ্ন নগরী বলা হয়? 
মুম্বাই শহরকে। 

42. সামরিক ইতিহাস চর্চার ক্ষেত্রে কয়েকজন উল্লেখযোগ্য ঐতিহাসিকদের নাম লেখ। 
মার ফেরো, কিথ উইন্ড। 

43.  বিশ্ব পরিবেশ দিবস কোন দিন পালিত হয়। 
৫ই জুন। ১৯৭৪ খ্রিস্টাব্দ থেকে পাঁচই জুন দিনটি সারা পৃথিবীতে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। 

44.  চিপকো আন্দোলনের প্রধান নেতার নাম কি? 
সুন্দর লাল বহুগুনা। 

45.  নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? 
মেধা পাটেকর। 

46. পরিবেশ সচেতনতামূলক গ্রন্থ "দি সাইলেন্ট স্প্রিং" গ্রন্থটির কে লিখেছেন? 
রাচেল কারসন। 

47. এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির রচনা কে করেছিলেন? 

48. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন? 
ডক্টর মহেন্দ্রলাল সরকার। (1876) 

49. প্রথম বেসরকারি মেডিকেল কলেজটি কে প্রতিষ্ঠা করেন? 
১৯১৬ খ্রিস্টাব্দ রাধাগোবিন্দ কর প্রথম বেসরকারি মেডিকেল কলেজ-  বেলগাছিয়া মেডিকেল কলেজ যা বর্তমানে আরজি কর মেডিকেল কলেজ নামে পরিচিত প্রতিষ্ঠা করেন। 

50. ইংল্যান্ডে কত খ্রিস্টাব্দে নারীদের  ভোটাধিকার স্বীকৃতি হয়? 
1918 খ্রিস্টাব্দে। 

51. কত খ্রিস্টাব্দে কার প্রচেষ্টায় সতীদাহ প্রথা বিরোধী বিল পাস হয়? 
১৮২৯ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের নিরলস প্রচেষ্টায় সতীদাহ প্রথা বিরোধী বিল পাস হয়। 

52. কত খ্রিস্টাব্দে বাল্যবিবাহ সংক্রান্ত আইন পাস নিষিদ্ধ হয়? 
1891 খ্রিস্টাব্দে। 

53. কত খ্রিস্টাব্দে কার্ড প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন সিদ্ধ হয়? 
১৮৫৬ খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইনশিত হয়েছিল। 

54. নারীর অধিকার প্রসঙ্গে লেখা গ্রন্থ মাদার ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? 
ক্যাথরিন মেয়ো। 

কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়? 
৮ই মার্চ। 

55. কোন দশকে বলা হয় "নারী দশক"? 
১৯৭৫ থেকে ১৯৮৫ দশকে বলা হয় নারী দশক। 

56. একজন সামরিক ঐতিহাসিক এর নাম লেখ। 
যদুনাথ সরকার, কৌশিক রায়। 

57. দেশের সরকারি নথিপত্র গুলি কোথায় সংরক্ষিত করে রাখা হতো? 
জাতীয় মহাফেজখানাতে। 

58. চিঠিপত্রকে কটি ভাগে ভাগ করা যায় এবং কি কি? 
চিঠিপত্রকে দুটি ভাগে ভাগ করা যায় সরকারি চিঠিপত্র ও ব্যক্তিগত চিঠিপত্র। 

59. কাওয়ালীর জনক কাকে বলা হয়? 
আমির ফজলুকে কাওয়ালীর জনক বলা হয়। 

60. ভারতের বিপ্লবী চেতনার পথিকৃৎ হিসেবে কাকে গণ্য করা হয়? 
বিপিনচন্দ্র দত্তকে। 

61. সত্তর বৎসর জীবনজীবনী টি কার ? 
বিপিনচন্দ্র দত্ত। 

62. জীবনের ঝরা পাতা স্মৃতিকথাটি কার? 
সরলা দেবী চৌধুরানী। 

63. জীবনস্মৃতি আত্মজীবন এটি কার লেখা? 
রবীন্দ্রনাথ ঠাকুর। 

64. জহরলাল নেহেরুর লেখা "মেয়েকে লেখা পিতার চিঠি" গ্রন্থটিতে মোট কটি চিঠি সংকলিত হয়েছে? 
৩০ টি। 

65. ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি সেটি কবে প্রকাশিত হয়? 
১৭৮০ খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট ছিল ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্র এটি প্রকাশ করেন স্যার হিকি।

66. প্রথম কত খ্রিস্টাব্দে ফটোগ্রাফির সৃষ্টি হয়? 
প্রথম ১৮৪৯ খ্রিস্টাব্দে ফটোগ্রাফির সৃষ্টি হয়। 1864 খ্রিস্টাব্দে ভারতে ফটোগ্রাফির ব্যবহার শুরু হয়। 

67. ভারতে নিম্নবর্গের ইতিহাস প্রথম রচনা করেছেন? 
রনজিত গুহ, বেরিংটন মুর, এরিক হফসন। 

68. প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কি? 
বিল্ব মঙ্গল

69. একাডেমি পুরস্কার কি নামে সর্বাধিক পরিচিত? 
একাডেমি পুরস্কার "অস্কার" নামে সর্বাধিক পরিচিত। 

70. ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? 
কল্পনা চাওলা। 

71. ভারতের আয়রন লেডি কাকে বলা হয়? 
ইন্দিরা গান্ধী কে। 

72. ওমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? 
নীরা দেশাই। 

73. "A nation in Making"গ্রন্থটি কার লেখা? 
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় । 

74. দ্যা ইন্ডিয়ান ট্রাভেল গ্রন্থটি কার লেখা। 
সুভাষচন্দ্র বসু। 

75. ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? 
1770 খ্রিস্টাব্দে। 

76. কলকাতা ক্রিকেট ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? 
1792 খ্রিস্টাব্দে। 

77. রাগবি খেলার জন্ম কোথায় হয়েছিল? 
ইংল্যান্ডে ১৮২৩ খ্রিস্টাব্দে। 

78. মুঘল যুগের দুজন বিখ্যাত সঙ্গীতজ্ঞের নাম লেখ। 
তানসেন এবং রাজ বাহাদুর। 

79. কুচিপুরি নৃত্যশৈলীর উৎপত্তি স্থল কোন রাজ্য থেকে? 
অন্ধ্রপ্রদেশ। 

80. কলকাতার কোথায় প্রথম বাংলা নাটক মঞ্চস্থ হয়েছিল? 
বেঙ্গল থিয়েটারে প্রথম কাল্পনিক সংবদল নামে নাটকটি মঞ্চস্থ হয়েছিল। 

81. আধুনিক ইতিহাসের জননী কোন ইতিহাস কে বলা হয়? 
নতুন সামাজিক ইতিহাস কে বলা হয়। 

82. ভারতে মার্কসবাদী ইতিহাস চর্চা কে? 
রজনীপাম দত্ত। 

83. মান্না দেআত্মজীবনীর নাম কি? 
জীবনের জলসাঘরে। 

84. ভারতে কোন বছর থেকে জনগণনা শুরু হয়? 
১৮৭১ খ্রিস্টাব্দ থেকে। 

85. বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থটি কার লেখা? 
বজেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। 

86. রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রের পরিচালক কে? 
দাদা সাহেব ফালকে। 

87. বাংলার একজন বিখ্যাত পরিচালকের নাম লেখ। 
সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক। 

88. বাংলার একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম লেখ। 
অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর ,যামিনী রায়। 

89. ভারতের নারী মুক্তি আন্দোলন গ্রন্থটি কে লেখেন। 
হিরন্ময় বন্দ্যোপাধ্যায়। 

90. জীবনের ঝরাপাতা গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশ হয়েছিল? 
গ্রন্থটি সাপ্তাহিক দেশ পত্রিকায় ১৩৬১ বঙ্গাব্দে প্রকাশিত হয়। 
91. প্রতাপাদিত্য উৎসব ১৯৫৩ খ্রিস্টাব্দে কে চালু করেছিলেন? 
সরলা দেবী চৌধুরানী। 

92. বীরাষ্টমী ব্রত কে চালু করেছিলেন? 
সরলা দেবী চৌধুরানী। 

93. কত খ্রিস্টাব্দে কার সম্পাদনায় বঙ্গদর্শন প্রকাশিত হয়েছিল? 
১৮৭২ খ্রিস্টাব্দে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বঙ্গদর্শন প্রকাশিত হয়। 

94. ক্যামেরা কত সালে কে আবিষ্কার করেন? 
১৮৪০ খ্রিস্টাব্দে  আলেকজান্ডার ওয়ালকট ক্যামেরা প্রথম আবিষ্কার করেছিলেন।।

95. এরোপ্লেন কারা আবিষ্কার করেছিলেন? 
রাইট ভাতৃদ্বয় ১৯০৩ খ্রিস্টাব্দে। 

96. পানিপথের প্রথম যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? 
পানিপথের প্রথম যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদীর মধ্যে ১৫২৬ খ্রিস্টাব্দে হয়। যেখানে ইব্রাহিম লোদী পরাজিত হন এবং বাবর মুঘল সাম্রাজ্য গড়ে তোলেন। 

97. কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান নেভি ও ইন্ডিয়ান এয়ার ফোর্স গড়ে তোলা হয়? 
১৯৩০ খ্রিস্টাব্দে। 

98. তত্ত্ববোধিনী পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? 
দেবেন্দ্রনাথ ঠাকুর। 

99. সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদক কে ছিলেন। 
ঈশ্বর গুপ্ত। 

100. বঙ্গদর্শন পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? 
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 

101. সোমপ্রকাশ পত্রিকাটি পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? 
, দ্বারকানাথ বিদ্যাভূষণ। 

102.  হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাকাটির সম্পাদক কে ছিলেন? 
হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 

103. সঞ্জীবনী পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? 
কৃষ্ণকুমার মিত্র। 

104. বন্দেমাতারাম পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? 
অরবিন্দ ঘোষ। 

105. যুগান্তর পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? 
বরেন্দ্র ঘোষ। 

106. সোমপ্রকাশ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 
১৮৫৮ খ্রিস্টাব্দে। 

107. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি? 
সোমপ্রকাশ। 

108. ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? 
জওহরলাল নেহেরু। 

109. নিখিল সরকারের ছদ্মনাম কি? 
শ্রীপান্থ। 

110. সমাচার চন্দ্রিকা সম্পাদন করেন? 
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। 

___________________________________________________


মাধ্যমিক ইতিহাসের সাজেশন
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023
মাধ্যমিক ইতিহাস সাজেশন
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024
madhyamik history suggestion 2023 pdf
madhyamik history suggestion 2023 pdf download
madhyamik history suggestion 2023 english version


टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

Madhyamik Geography Map pointing

মাধ্যমিক বাংলা সাজেশন/ Madhyamik Bengali Suggestions ( WBBSE) (ABTA Solved Papers)

Madhyamik English to Bengali Suggestion ( বঙ্গানুবাদ)