মাধ্যমিক ইতিহাস প্রথম ইউনিট টেস্ট সাজেশন || madhyamik history first unit test suggestion
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 প্রথম ইউনিট টেস্ট
:
১. ইতিহাসের ধারণা
1.বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয়?
2. "History it's purpose and Method " গ্রন্থটির লেখক কে?
3. দ্যা এনাল পত্রিকা কারা কত খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন ?
4. প্রথম অলিম্পিক প্রতিযোগিতার সূচনা কোথায় কখন হয়েছিল?
5 হকির জাদুকর কাকে বলে?
6.উড়ন্ত শিক কাকে বলা হয়?
7. ভারতীয়রা কিচেন গার্ডেন এর ব্যবহার কাদের থেকে শিখেছিল?
8. কেকের দেশ নামে কোন দেশ পরিচিত?
9. প্রথম রসগোল্লা কে আবিষ্কার করেছিলেন?
10. ভারতীয় সংগীতের মূল উৎস কোথা থেকে হয়?
11. প্রথম কোন দেশে নাট্যচর্চার উদ্ভব ঘটেছিল?
12. কোন ভাতৃদ্বয়কে চলচ্চিত্রের জনক বলা হয়?
13. ভারতের চলচ্চিত্রের জনক কাকে বলা হয়?
14. ভারতীয় চলচ্চিত্র শিল্পে বাংলায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি ছিল?
15. পথের পাঁচালী চলচ্চিত্রটি কার নির্দেশনায় কত খ্রিস্টাব্দে মুক্তি পায়?
16. কাওয়ালীর জনক কে?
17. ৭০ বছর কার জীবনে নাম বা কার আত্মজীবনী?
18. জীবনস্মৃতি কার আত্মজীবনী?
19. সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি?
20. কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করা হয়?
প্রশ্নঃ মান ২
1. নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো?
2. নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো?
3. চলচ্চিত্রের উদ্ভাবন এর ক্ষেত্রে ৬ মাস আলফা এডিসন এবং লুমিয়ের ব্রাদার্সের অবদান কি?
4. পরিবেশ বিষয়ক দুটি ইতিহাস গ্রন্থের নাম লেখ।
5. পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি?
6. সামরিক ইতিহাসের গুরুত্ব কি?
7. আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো।
8. আধুনিক ভারতের ইতিহাস চর্চায় আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব কি?
প্রশ্নমান ৪
1. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ৭০ বৎসর কেন ইতিহাসের উপাদান রূপে গুরুত্বপূর্ণ?
2. আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্র কতটা গুরুত্বপূর্ণ।?
3. সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরা পাতা থেকে আমরা কি ঐতিহাসিক তথ্য পেতে পারি?
4. সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে খাদ্যাভাসের ইতিহাস চর্চার গতিপ্রকৃতি আলোচনা কর।
২. সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা
প্রশ্ন মান :- ১
1. আর্য দর্শন পত্রিকাটিকে সম্পাদন করেছেন ?
2. বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক কে ছিলেন?
3. গ্রামবার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
4. ভারতের প্রথম জাতীয় পত্রিকাটির নাম কি?
5. বেতাল পঞ্চবিংশতি কে রচনা করেন?
6. বাংলা সাহিত্যে প্রথম কে নাটক রচনা করেছিলেন?
7. বাংলা সাহিত্যের প্রথম নাটকটির নাম কি?
8. দুর্গেশ নন্দিনী কার রচিত?
9. পরিব্রাজক এবং জ্ঞানযোগ কার রচনা ?
10. আনন্দমঠ কার রচনা?
11. উডের নির্দেশ নামা কি?
12. মেকলে মিনিটস কত খ্রিস্টাব্দে পেশ করা হয়?
13. কার উদ্যোগে কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
14. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়?
15. হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে?
16. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন?
17. পটলডাঙ্গা একাডেমি কে প্রতিষ্ঠা করেছিলেন?
18. কলকাতা মেডিকেল কলেজের প্রথম শব ব্যবচ্ছেদক কে ছিলেন?
19. নব্য বঙ্গ গোষ্ঠী কার নেতৃত্বে গড়ে ওঠে?
20. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়?
প্রশ্নমান :- ২
1. ১৮ শতককে কেন অন্ধকার যুগ বলা হয়?
2. বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কি ছিল?
3. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কি ছিল?
4. হুতোম প্যাঁচার নকশা থেকে কি ধরনের সমাজ চিত্র পাওয়া যায়?
5. লর্ড ওয়েলেসলি কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?
6. ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনের দুটি গুরুত্ব উল্লেখ করো।?
7. উডের ডেসপ্যাচ কি?
8. প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি?
9. মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব কি?
10. নারী শিক্ষা বিস্তারে বেথুন সাহেবের অবদান লেখ।
প্রশ্নমান :- ৪
1. বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা কর।
2. টীকা লেখ: স্বামী বিবেকানন্দ।
3. সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ কর।
4. টীকা লেখ: হান্টার কমিশন
5. গ্রামবার্তা প্রকাশিকা থেকে ১৯ শতকের বাংলার কি ধরনের সমাজ চিত্র পাওয়া যায়?
প্রশ্নমান :- ৮
1. উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণের প্রকৃতি বিশ্লেষণমূলক পর্যালোচনা কর।
2. কিভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবভারত গঠনের সহায়তা করেন তা আলোচনা কর অথবা, বিদ্যাসাগরের সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা কর
टिप्पणियाँ
एक टिप्पणी भेजें