Madhyamik Bengali Suggestions

 BENGALI MADHYAMIK SUGGESTION 2021 SHORT ANSWER TYPE ( SAQ)

Madhyamik bengali suggestion 2022👉 Click here


Topic- ALL STORIES ( সকল গল্প/ গদ্য)

1. "চমকে চমকে উঠলেন জগদীশবাবু"-- কেন? 

জগদীশবাবু তার গৃহের দ্বারপ্রান্তে এক সন্ন্যাসী বেশ ধারী মানুষকে দেখে চমকে উঠেছিলেন। 

2. মাসি তপনের বাড়িতে এসে কি কি খেয়েছিল? 

মাসি তপনের বাড়িতে এসেছে এবং ডিম ভাজা খেয়ে ছিল। 

3. ভামো যাত্রায় ট্রেনে অপূর্বর সঙ্গী কে কে হয়েছিল? 

ভামো যাত্রায় ট্রেনে অপূর্বর সঙ্গী হয়েছিল আর্দালি এবং হিন্দুস্থানী ব্রাহ্মণ পেয়াদা। 

madhyamik history suggestion 2022 | মাধ্যমিক সাজেশন 2022 ইতিহাস pdf


4. "এ তো বেশ মজার ব্যাপার"- ব্যাপারটা কি? 

জগদীশবাবুর সুকৌশলে সন্ন্যাসীর পদধূলি সংগ্রহের ব্যাপারটিকেই এখানে মজার ব্যাপার বলা হয়েছে। 


 রামদাসের স্ত্রী অপূর্বকে তার হাতে তৈরি মিষ্টান্ন গ্রহণের যে সনির্বন্ধ অনুরোধ করেছিল তাতে সে রাজি হয়েছিল। 


6. বহুরূপী কাকে বলে?

বহুরূপী হলো এক ধরনের লোকো শিল্পী যারা নানা বেশ ধারণ করে জীবিকা নির্বাহ করে। 

7. "তবে এ বস্তুটি পকেটে কেন?"- কোন বস্তুর কথা বলা হয়েছে?

এখানে বস্তুটি বলতে গাজার কল্কে এর কথা বলা হয়েছে ।

8. ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা?

পত্রিকায় তপনের গল্প ছাপার সংবাদের পাশাপাশি একথাটাও ছড়িয়ে পড়েছে যে তপনের মেসোমশাই গল্পটিকে কারেকশন করে ছাপিয়েছেন। 

9. কোথায় কখনআতঙ্কের হল্লা বেজে উঠেছিল?

দুপুরবেলায় চকের বাসস্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। 

10. এসব কথাবলার দুঃখ আছে কোন সব কথা?

রাজদ্রোহীকে আপন জন বলার দুঃখ আছে।

11. "নানা কারণে অপূর্ব লক্ষ্য করলো না"- কি লক্ষ্য করলোনা? 

অপূর্ব লক্ষ্য করেনি যে মুহূর্তের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপর সদৃশ্য মেঘের ছায়া এসে পড়েছিল। 

12. হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়ে ছিলেন?

হরিদা পুলিশ সেজে দয়াল বাবুর লিচু বাগানে দাঁড়িয়ে ছিলেন। 

13. বিরাগীর মতে পরম সুখ কি? 

সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়ায় বিরাগী  মতে পরম সুখ। 

14. নিমাইবাবু কোন ট্রেনের দিকে লক্ষ্য রাখতে বলেছিলেন?

নিমাইবাবু রাতের মেল ট্রেনের দিকে লক্ষ্য রাখতে বলেছিলেন। 

15. তপন কি বিষয়ে তার গল্প লিখেছিল? 

তপন তার স্কুলে ভর্তি হওয়ার অভিজ্ঞতা নিয়ে গল্প লিখেছিল। 

16. *গভীরভাবে তপন কি সংকল্প করেছিল?

তপন গল্প ছাপাতে দিলে নিজে পত্রিকার অফিসে গিয়ে জমা দিয়ে আসবে। এটি ছিল তপনের সংকল্প। 

17. "তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়"- কিসে ?

বিরাগী বেশ ধারণ করে অর্থ গ্রহণ করলে, হরিদার বিরাগী সাজের মাধুর্য বা ঢং নষ্ট হয়ে যায়। 

18. "তিনি আমার আত্মীয়"- তিনি কে? 

এখানে তিনি হলেন নিমাইবাবু। 

19. *"এমন সময় ঘটল সেই ঘটনা"- কোন ঘটনা?

মাসি মেসোর সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনদার বাড়ি আসার ঘটনার কথা বলা হয়েছে।

20. "মিথ্যেবাদী কোথাকার"- বক্তা কাকে মিথ্যেবাদী বলেছেন ?

উক্তিটিতে জগদীশবাবু গিরিশ মহাপাত্র  কে মিথ্যেবাদী বলেছেন। 

21. "মোটা মতো কিছু আদায় করে নেব তার কাছ থেকে"- কে বলেছিল? 

জগদীশবাবুর কাছ থেকে, উক্তিটি করেছিল হরিদা। 

22. "হাসি গোপন করিল"-কে কেন হাসি গোপন করেছিল? 

অপূর্ব, গিরিসের উৎকট বা হাস্যকর সাজ পোশাক দেখে হাসি গোপন করেছিল। 

23. "ছোট মাসি সেই দিকে ধাবিত হয়"- কোন দিকে?

ঘুমন্ত মেসোর দিকে ছোট মাসি ধাবিত হয়েছিল। 

24. "এটা আমার প্রাণের অনুরোধ"- কোনটি?

জগদীশবাবু বিরাগী কে নিজের বাড়িতে কয়েকটা দিন থাকার অনুরোধ করেছিল। এই অনুরোধ কেই প্রাণের অনুরোধ বলা হয়েছে। 

25. *তপন সে দিকে যায়নি কোন দিকে যায়নি?

গল্প রচনা এর বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে সমবয়সীদের মত চিরাচরিত বিষয়গুলির দিকে তপন যায়নি। 



टिप्पणियाँ

एक टिप्पणी भेजें

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

Madhyamik Geography Map pointing

Madhyamik English to Bengali Suggestion ( বঙ্গানুবাদ)

মাধ্যমিক বাংলা সাজেশন/ Madhyamik Bengali Suggestions ( WBBSE) (ABTA Solved Papers)