দশম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট সাজেশন: জীবন বিজ্ঞান || first unit test suggestion : Life science

 দশম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট সাজেশন:  জীবন বিজ্ঞান || first unit test suggestion : Life science



জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় :- 



সংজ্ঞা ও উদাহরণ লেখো:-  জিওট্রপিক চলন, থার্মোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন -


. পার্থক্য লেখ – ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন, হরমোন ও উৎসেচক, ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস, হরমোন ও স্নায়ুতন্ত্র, উদ্ভিদকোশ এবং প্রাণীকোশের সাইটোকাইনেসিস


ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখ।


পার্থেনোকার্দি কী? *

কৃত্রিম হরমোনের ব্যবহার। ***


উক্ত হরমোন গুলির কাজ লেখ - থাইরক্সিন, অ্যাড্রিনালিন, ইনসুলিন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, অক্সিন, সাইটোকাইনিন


হরমোনের ফিডব্যাক প্রক্রিয়া কী? উদাহরণ দাও।


প্রাত্যহিক জীবনে প্রতিবর্তক্রিয়ার গুরুত্ব।


স্নায়ুকোশের অ্যাক্সনের গঠন আলোচনা করো। ** 


দুটি নিউরোনের ফাঁকা সংযোগস্থলে কী ঘটনা ঘটে?


মস্তিষ্কের প্রধান অংশগুলির কাজ। **


.. অন্ধবিন্দু, পীতবিন্দু, রড কোষ, কোন কোষ


মায়োপিয়া, হাইপারমেট্রোসিয়া বা হাইপেরোপিয়া, ক্যাটারাক্ট।


. মাছের গমনে পাখনা ও মায়োটোম পেশির ভূমিকা।


. রেমিজেস ও রেকটিসেস কী? 


. সাইনোভিয়াল অস্থিসন্ধি কী? 


 কব্জা সন্ধি, বল ও সকেট সন্ধি, স্নেক্সন, এক্সটেন 


কোষবিভাজন এবং কোষচক্র :- 


নিউক্লিওটাইড কি?


. DNA, ক্রোমোজোম, জিন, নিউক্লিয় জলকের মধ্য অন্তর সম্পর্ক।


পার্থক্য লেখ - ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন, মাইটোসিস ও মিয়োসিস।


• কোষ বিভাজনে সেন্ট্রোজোম, মাইটোকনড্রিয়া, মাইক্রোটিবিউলের ভূমিকা।


মাইটোসিস কে কেন সমবিভাজন বলা হয়?


মিয়োসিস কে কেন হ্রাস বিভাজন বলা হয়? **


মাইটোসিস কোষ বিভাজনের প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দশার চিত্রসহ বৈশিষ্ট্য। •••


• কোশচক্র কী? কোশচক্রের বিভিন্ন দশাগুলির নাম ছকের সাহায্যে লেখো।


প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা এবং জীবের মধ্য প্রকরণের উৎপত্তিতে মিয়োসিসের তাৎপর্য। ***


ক্রসিং ওভার, কায়াজমা কাকে বলে?


first unit test suggestion : History CLICK HERE

first unit test suggestion : Geography CLICK HERE

टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

Madhyamik Geography Map pointing

Madhyamik English to Bengali Suggestion ( বঙ্গানুবাদ)

মাধ্যমিক বাংলা সাজেশন/ Madhyamik Bengali Suggestions ( WBBSE) (ABTA Solved Papers)